বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আনন্দ করতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর। দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীতে একই মোটরসাইকেলে তিন বন্ধু তিস্তা ব্যারাজ দেখতে গিয়েছিলেন। কিন্তু তাদের এ ঘুরতে যাওয়াই কাল হলো। সড়ক দূর্ঘটনায় নিহত হলেন তারা তিনজনই।
মঙ্গলবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সি পাড়া গ্রামের অফিন চন্দ্র রায়ে ছেলে রিংকু রায় (২২), একই উপজেলার লক্ষনপুর বালা পাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের ছেলে দিপ্ত রায় (২২) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রসেনজিৎ রায় (২৫)।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেলে করে তিস্তা ব্যারাজের দিকে আসার সময় জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সুইচ গেট নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই তিনজন মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।