Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম বিশ্বে নিন্দার ঝড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ থেকে বিরত না থাকার ঘোষণা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ দেওয়ার পর মুসলিম বিশ্বে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। এর তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের বৃহত্তম সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘মুসলিমদের অনুভ‚তিতে আঘাত করে ফ্রান্স কর্তৃক ধর্মীয় প্রতীকের ধারাবাহিক অবমাননার তীব্র নিন্দা জানাচ্ছে ওআইসি।’ এদিকে লেবাননের দারুল ইফতার মহাসচিব আমিন কুরদি এক বিবৃতিতে জানান, ‘মহানবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর কট‚ক্তি মানুষের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ ছড়াবে।’ ফ্রান্সে ক্রমবর্ধমান বিদ্বেষ নিয়ে কুয়েতেও নিন্দার ঝড় উঠেছে। ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন কুয়েতের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান মারজুক আল গানেম। এক সংবাদ সম্মেলনে ক‚টনৈতিক তৎপরতার মাধ্যমে ইসলামসহ বিশ্বের সব ধর্ম ও বিশ্বাসের অবমাননা বন্ধে জরুরি উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি। স্বাধীনতার নামে চরমপন্থা প্রতিরোধে মুসলিম বিশ্বের ক‚টনৈতিক তৎপরতা বৃদ্ধির আহŸান করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমদ আল ফজল। ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ২৫-২৯ অক্টোবর ফ্রান্স-কাতার সাংস্কৃতিক সপ্তাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কাতার বিশ্ববিদ্যালয়। তা ছাড়া ফ্রান্সের সব ধরনের পণ্য বর্জন শুরু করেছে কাতারের শীর্ষস্থানীয় কম্পানি আল মিরাহ কনজিউমার গুডস। ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ ব্যঙ্গচিত্র প্রকাশ থামবে না বলে ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরাসি পণ্য বয়কটের ডাক শুরু হয়। এরপর কাতার ও কুয়েতসহ আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ফ্রান্সের উৎপন্ন পণ্য বর্জন শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০০ জন বিক্ষোভকারীর মাস্ক পরে ইসরাইলের ফ্রান্স দ‚তাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এছাড়া ইসরাইলের রাজধানী তেল আবিবের জাফা জেলাতে শনিবার মাগরিবের নামাজের পর বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া আমিন বুখারি নামের একজন বলেন, মহানবী ইসলামের সবচেয়ে পবিত্র জিনিস। তাকে অসম্মান করা মানে পুরো মুসলিম জাতিকে অসম্মান করা। মহানবী হজরত মুহাম্মদ (স:) কে নিয়ে ফ্রান্সের বিতর্কিত কার্টুন প্রকাশের পর বিশ্বের অনেক দেশেই ফ্রান্সের পণ্য বয়কট ডাক দিয়ে প্রচারণা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। এবার সেই কাতারে শামিল হলো মরোক্কো। শুক্রবার থেকে টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমে ফ্রান্সের পণ্য বর্জনের আহŸান জানিয়ে হ্যাশট্যাগ ব্যবহার শুরু হয়েছে দেশটিতে। হ্যাশট্যাগ ব্যবহারকারী মরোক্কোর নাগরিক রানীয় লায়লাহি টুইট করে বলেছেন, ইসলামের বিরুদ্ধে ফ্রান্স প্রেসিডেন্টের অবস্থান আমি মোটেই মেনে নিতে পারছি না। তাই আমি ফ্রান্সের পণ্য বয়কট সমর্থন করি। শেষ নবী হজরত মুহাম্মদকে (সা.) অবমাননার কারণে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছে কুয়েতের অধিবাসীরা। ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়ে হ্যাশ ট্যাগ (#বয়কট ফ্রেঞ্চ প্রডাক্টস) ব্যবহার করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। তাদের এ আন্দোলনে ব্যাপক সাড়া মিলেছে বিশ্বব্যাপী। ইতিমধ্যে কুয়েতের বিভিন্ন মার্কেট থেকে ফ্রান্সের পণ্য সরিয়ে নেয়া হচ্ছে। এর নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই হ্যাশ ট্যাগের সঙ্গে জুড়ে দিচ্ছেন এসব ছবি ও ভিডিও। আন্দোলনকারীরা ফেসবুক পোস্টে ফ্রান্সের বিভিন্ন কোম্পানির একটি তালিকাও প্রকাশ করছেন। যেখানে ফ্রান্সের মালিকানাধীনা কোম্পানিগুলোর লোগো ও নাম ব্যবহার করা হয়েছে। খবর ডেইলি সাবাহ’র। এএফপি, আল-জাজিরা, মিডল ইস্ট মনিটর।

 



 

Show all comments
  • Sarwer Morshed ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৩ এএম says : 0
    যে যার জায়গা হতে প্রতিবাদ করা ঈমানী দায়িত্ব!অন্ততপক্ষে এদের সমস্ত পর্ণ্য বয়কট করি!
    Total Reply(0) Reply
  • Mahfuz Ahmed ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৩ এএম says : 0
    #Boycott_French_Products
    Total Reply(0) Reply
  • Arshad Rocky ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৪ এএম says : 0
    আল্লাহু আকবার,,,, প্রতিবাদ করতে হবে
    Total Reply(0) Reply
  • Mahfuz Ahmed ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৪ এএম says : 0
    #IslamoPhobiaIsNotFreedom
    Total Reply(0) Reply
  • BD Directories ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৪ এএম says : 0
    মত প্রকাশের স্বাধীনতার কথা বলে রাষ্টীয়ভাবে নবীজির ব্যঙ্গচিত্র প্রকাশ, তাহলে তুরস্কের প্রেসিডেন্টেরওতো মত প্রকাশের স্বাধীনতা আছে, তার কথায় ক্ষেপে যায় কেনো ফ্রান্সের প্রেসিডেন্ট। মত প্রকাশের স্বাধীনতা কি শুধু তাদেরই-
    Total Reply(0) Reply
  • Tahsinul Haque ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৪ এএম says : 0
    ফ্রান্স দূতাবাস ঘেরাও ২৭ অক্টোবর মঙ্গলবার পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ফ্রান্স দূতাবাস ঘেরাও । জমায়েত সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেইট।
    Total Reply(0) Reply
  • Hafsa Tuhfa ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৫ এএম says : 0
    আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো না হয় তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এগুলো দেখতে খুব কষ্ট হয় মাওলা। তুমি আমাদেরকে শক্তি দাও।
    Total Reply(0) Reply
  • রাশেদুল আলম অভি ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৬ এএম says : 0
    ওরা কি মহানবী (সাঃ)-কে কখনো দেখেছে? আন্দাজে ব্যঙ্গচিত্র আঁকবে কিভাবে? আর আঁকলেও তাতে মহানবী (সাঃ)-এর মহত্ত্ব তিল পরিমাণও কমবে না, বরং দিন দিন বাড়বে। বামন কি কখনো সূর্যের নাগাল পায়? সূর্যের গায়ে কলঙ্ক লাগাবে কিভাবে? সো, জাস্ট ইগনোর অ্যান্ড বয়কট দেম।
    Total Reply(0) Reply
  • Ali Akbar ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৬ এএম says : 0
    একজন সুলতান আব্দুল হামিদ (২য়) এর অনুপস্থিতি টের পাচ্ছে পৃথিবী বাসী???? মুসলিমদের এই ক্রান্তি লগ্নে একজন আব্দুল হামিদ এর খুবই প্রয়োজন। যার হুংকারে একসময় ফ্রান্স রাসুল স. কে নিয়ে তৈরি সিনেমা সুলতানের এক হুংকারে ডিলিট করতে বাধ্য হয়েছিল!
    Total Reply(0) Reply
  • অলক্ষ্যে ছুটে চলা নাবিক ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৭ এএম says : 0
    France তো বাংলাদেশের মুক্তিযুদ্ধেও বিরোধিতা করেছিল।অতএব এটা সরকারের নৈতিক দায়িত্ব ফ্রান্সকে বয়কট করা।
    Total Reply(0) Reply
  • Osman Hossain Emon ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৭ এএম says : 0
    কোন এক ইতিহাসের পাতায় পড়েছিলাম ওআইসি নামক এক সংগঠনের কথা। কালেক বিবর্তনে সেটি এখন দালালিতে হয়ত শীর্ষে।
    Total Reply(0) Reply
  • শিরোনামহীন পথিক ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৭ এএম says : 0
    কেউ যদি এখন এই দুইটা বিল্ডিংয়ে হামলা করে তখনই চেতনাবিধান আবার লিখা হবে! দেখা হবে নতুন জঙ্গী! তৈরি হবে নতুন নিউজ নতুন ফন্দি! মন্দ কি তাতে তাই না? সুশীল
    Total Reply(0) Reply
  • Sharmin Sultana ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৮ এএম says : 0
    প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গ করলে তার বিচার ঠিকিই হয়। অথচ এটা নিয়ে কারো কোনো মাথা ব্যাথাই নাই৷ নাউজুবিল্লাহ, আল্লাহ এদের যেন বিচার করেন এটাই চাই
    Total Reply(0) Reply
  • Sharmin Sultana ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৮ এএম says : 0
    প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গ করলে তার বিচার ঠিকিই হয়। অথচ এটা নিয়ে কারো কোনো মাথা ব্যাথাই নাই৷ নাউজুবিল্লাহ, আল্লাহ এদের যেন বিচার করেন এটাই চাই
    Total Reply(0) Reply
  • Sofi ullah ২৬ অক্টোবর, ২০২০, ৫:০২ এএম says : 0
    হে আল্লাহ! এই ইস্যুকে কেন্দ্র করে বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ করে দিন।
    Total Reply(0) Reply
  • Sofi ullah ২৬ অক্টোবর, ২০২০, ৫:০২ এএম says : 0
    হে আল্লাহ! এই ইস্যুকে কেন্দ্র করে বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ করে দিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুহাম্মদ (সা.)


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ