পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারির জন্য রাজার কাছে অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। প্রস্তাবিত জরুরি অবস্থার আওতায় পার্লামেন্ট স্থগিতের বিষয়টিও অন্তর্ভুক্ত রাখা হয়েছে। আগামী মাসে অর্থাৎ নভেম্বরেই পার্লামেন্টের অধিবেশন শুরুর কথা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, কী কারণে প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছেন তা স্পষ্ট নয়। দেশটির সরকারি সংবাদমাধ্যম বারনামা রাজা আল-সুলতান আব্দুল্লাহর সঙ্গে মুহিদ্দিনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ নিয়ে বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের কাছে চ্যালেঞ্জর মুখে পড়েছেন মুহিদ্দিন। গত মাসে আনোয়ার দাবি করেছিলেন, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ এমপি তার পক্ষে রয়েছেন। মুহিদ্দিনের উচিত পদত্যাগ করা। পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার জন্য তিনি রাজার সঙ্গে দেখাও করেছিলেন।
মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি কিংবা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন পরিস্থিতি দেখা দিলে কেবল রাজাই জরুরি অবস্থা জারি করতে পারেন। দেশটিতে সর্বশেষ ১৯৬৯ সালে রাজনৈতিক গৃহবিবাদ ও দাঙ্গার সময় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।