Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জরুরি অবস্থা ঘোষণা করুন

বিবৃতিতে আসম আবদুর রব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস সংক্রমণরোধে দেশে জাতীয় দুর্যোগ ঘোষণা এবং জরুরি অবস্থা জারির আহবান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। গতকাল বৃহস্পতিবার দলটির সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে এ দাবি জানান।
জাসদ নেতৃবৃন্দ বলেন, ভংঙ্কর এক আধাঁর সারা পৃথিবীকে গ্রাস করতে যাচ্ছে। করোনা ভাইরাসের অদৃশ্য শক্তির সঙ্গে অনেক দেশ যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশ এতো ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্তে¡ও এখনও কোন কার্যকর প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি সংক্রমণরোধে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করা যায়নি।

বিবৃতিতে জরুরি অবস্থা জারির মাধ্যমে জাতীয় দুর্যোগ ঘোষণা, রেস্তোরা, বার, ক্লাব অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সব ধরণের জন সমাবেশ নিষিদ্ধ করাসহ ছয়টি দাবি জানানো হয় জেএসডির পক্ষ থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ