Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজধানীতে নাইজেরিয়ান প্রতারক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ৩:৪৩ পিএম

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এক নাইজেরিয়ান প্রতারক মানিলন্ডারিং প্রতারক চক্রের অন্যতম মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম স্যামুয়েল, তবে সে রিচার্ড ফিলিফ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো। আজ শুক্রবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

সূত্র জানায়, গত বুধবার (২১ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে স্যামুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত স্যামুয়েল দীর্ঘদিন প্রতারণার আশ্রয় নিয়ে মোবাইলের মাধ্যমে বহু নিরীহ মানুষের নিকট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। তাদের কার্যক্রম এনএসআই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে নজরদারী করে আসছিলো।

মূলত স্যামুয়েল সাধারণ মানুষদের অনলাইনে পুরস্কার দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিতো। টাকা হাতিয়ে নেওয়ার পরে তারা তাদের ব্যবহৃত মোবাইল সিমটি অন্যত্র ফেলে দিতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ