Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও লেবাননের প্রধানমন্ত্রী গণবিক্ষোভে পদত্যাগ করা সাদ হারিরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ৮:৪৯ পিএম

পার্লামেন্টের ভোটাভুটিতে হারিরি খুব সামান্য পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এক বছর আগে পদত্যাগে বাধ্য হন তিনি। মোট ৬৫টি ভোট পান হারিরি। তাকে সমর্থন জানান তার নিজের দল ফিউচার মুভমেন্ট, শিয়া আমাল মুভমেন্ট, দ্রুজ প্রগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টি এবং সিরিয়ান সোশ্যালিস্ট ন্যাশনালিস্ট পার্টি। -আল জাজিরা, মিডল ইস্ট মনিটর, আরব নিউজ

হারিরির বিরুদ্ধে অবস্থান নেন ৫৩ এমপি। তার বিরোধী দলগুলোর মধ্যে রয়েছে তারই সাবেক মিত্র লেবানিজ ফোর্সেস, ফ্রি প্যাট্রিয়ট মুভমেন্ট। দুটো দলই ছিলো তার সাবেক জোটসঙ্গী। এবার হিজবুল্লাহরও নিশ্চুপ সমর্থন পেয়েছেন সউদীপন্থী বলে পরিচিত হারিরি। ৭৭ বছর ধরে লেবাননে একটি চুক্তি কার্যকর রয়েছে। এর আওতায় প্রধানমন্ত্রী হন একজন সুন্নি মুসলিম, প্রেসিডেন্ট হন একজন ম্যারোনিট খ্রিস্টান আর পার্রামেন্টের স্পিকার হন একজন শিয়া মুসলিম। এর ব্যতয় কখনই হয়নি। ইরানপন্থী হিজবুল্লাহ হারিরির পক্ষে ভোট দেয়নি। তবে তাদের সমর্থক পার্টিগুলোর সমর্থনেই গত বছরের ২৯ অক্টোবর ক্ষমতা ছাড়া হারিরি ফিরতে পারলেন। এই পদের জন্য হারিরিকেই সবচেয়ে মক্তিশালী সুন্নি মুসলিম প্রার্থী বিবেচনা করা হচ্ছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ