Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এলার্জিক রাইনাইটিস : বারো মাস হাঁচি-সর্দি

| প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

এলার্জি সর্দি নাকের একটি সমস্যা যা নাসিকা ঝিল্লীর প্রদাহের ফলে হয়ে থাকে। যেহেতু এর ব্যাপ্তি চারদিকে তাই বলা যায় এটি বিশ্বময় স্বাস্থ্য সমস্যা। পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা ১০-২৫ ভাগ জনসমষ্টি নাকের এ রোগের শিকার। যদিও নাকের এলার্জি সর্দি কোন মারাত্মক রোগ নয়, তবে এ রোগের কারণে দৈনন্দিন জীবন প্রবাহ ব্যাহত হয়। যেমন: শিশুদের স্কুলের শিক্ষা বাধাগ্রস্ত হয়, আবার অন্যদিকে পেশাজীবীদের কর্মস্থলে কর্মক্ষমতা হ্রাস পায়। মাঝে মাঝে এলার্জি জনিত সর্দি ও হাঁচি জীবনকে করে তোলে দুর্বিষহ। কখনও কখনও কোন সামাজিক অনুষ্ঠানে এই রোগের কারণে হঠাৎ নাকে অসহ্য চুলকানি ও একনাগাড়ে কয়েকটি হাঁচি আপনাকে ফেলে দিতে পারে বিব্রতকর অবস্থায়।

নাকের এলার্জির কারণ : যদিও অতিসংবেদনশীলতা এলার্জীর মূল কারণ তবে ব্যক্তি বিশেষে তা ভিন্ন ভিন্ন হতে পারে।

মাইট (এক ধরনের কীট) যা পুরাতন বইপত্র বা পত্রিকায় থাকে, বাসার পুরাতন ধুলা (ঘুনে ধরা); কসমেটিকস, ফুলের রেনু ও পশু পাখির লোমে এলার্জেন (যা এলার্জী সৃষ্টি করে) থাকে। এছাড়াও গাড়ি থেকে নির্গত কালো ধোয়া, সিগারেটের ধোয়া, শিল্পকারখানার বিভিন্ন উপাদানও এলার্জির কারণ হতে পারে। কিছু খাবার যেমন: ইলিশ মাছ, বোয়াল মাছ, চিংড়ী, বেগুন, হাঁসের ডিম কারো কারো ক্ষেত্রে এলার্জির কারণ হতে পারে।

এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে যে শীতকালে এ ধরনের সমস্যা বেশি হলেও কারও কারও সারা বছরই এ সমস্যাগুলো রয়ে যায়, বিশেষ করে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে এমনটা হতে পারে। শীতকালে শুষ্ক আবহাওয়ায় বাতাসে ধুলাবালি বেশি থাকে, তাই এই সময় এ সমস্যা প্রকট আকার ধারণ করে।

বাসস্থান পরিবর্তন করে নতুন পরিবেশে গেলেও এলার্জিক রাইনাইটিস হানা দিতে পারে। শতকরা ১২ ভাগ শহরবাসী নিঃশ্বাসের সাথে পথের ধুলা/বায়ুবাহিত এলার্জেন দ্বারা আক্রান্ত হয়ে থাকেন।

নাকের এলার্জি কিভাবে হয়? :
যাদের এলার্জির সমস্যা আছে তারা এলার্জেনের সংস্পর্শে এলে রক্তে আইজি-ই এর মাত্রা অনেক বেড়ে যায় এবং এই আইজি-ই নাকের ভিতরে থাকা মাস্ট সেল নামক কোষকে ভেঙে দেয়। ফলে এই কোষ থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ বের হয়ে প্রতিক্রিয়া সৃষ্টি করে নাকে প্রদাহ ঘটায়। শীতকালে ঠান্ডা আবহাওয়া নাসারন্ধ্রের স্নায়ুকোষের রিসেপ্টরকে উদ্দীপ্ত করার ফলে হাঁচির উদ্রেক করে।

নাকের এলার্জি জনিত সমস্যার লক্ষণ : নাক চুলকানো, একনাগাড়ে কয়েকটি হাঁচি, নাক দিয়ে পানি ঝরে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, মাঝে মাঝে এর সাথে মাথা ব্যথা। অনেক সময় এসবের সাথে কারো কারো চোখ দিয়ে পানি পড়ে এবং চোখ লাল হয়ে যায়। অনেক দিন ধরে এ ধরনের এলার্জিতে আক্রান্ত রোগীদের নাসারন্ধ্রের পার্শ্ববর্তী মাংসপিন্ড (ইনফিরিয়র টারবিনেট) ফুলে গিয়ে থলির মত বড় এবং বিবর্ণ হয়ে যায়।

এলার্জি প্রতিরোধ : এলার্জি প্রতিরোধের একমাত্র উপায় হল কারণ সনাক্ত করে তা এড়িয়ে চলা। এজন্য রোগীকে সতর্কতার সাথে খুঁজে বের করতে হবে তার শরীরে কি কি কারণে এলার্জি হয়। এজন্য বলা হয়ে থাকে এলার্জি চিকিৎসার প্রথম ধাপ হল হেলথ এডুকেশন। যাদের এই সমস্যা আছে তারা শীতের ধুলাবালি এড়িয়ে চলতে অথবা রাস্তায় গাড়ির কালো ধুয়া থেকে রক্ষা পেতে মুখবন্ধনী বা মাস্ক ব্যবহার করতে পারেন।

চিকিৎসা যা থাকবে : যে যে পরিস্থিতিতে এলার্জির উদ্ভব হতে পারে তা এড়িয়ে চলতে হবে অর্থাৎ এলারজেন বা এলার্জির কারণ এড়িয়ে চলাই এই রোগের প্রধান চিকিৎসা। তবে এর সাথে ঔষধ প্রয়োগ করে অনেকটাই উপশম বা মুক্তি পাওয়া যায়। মনে রাখবেন ঔষধপত্র দেয়া হয় উপসর্গ অনুযায়ী। এ রোগের চিকিৎসায় প্রধান ঔষধ হল এন্টি-হিষ্টামিন, স্টেরয়েড জাতীয় নাকের স্প্রে। এছাড়াও বয়সভেদে মন্টেলুকাস্ট জাতীয় ট্যাবলেট বেশ কার্যকরী ভূমিকা রাখে। স্টেরয়েড জাতীয় নাকের স্প্রে এই ক্ষেত্রে একনাগাড়ে অনেকদিন (৩ মাস বা এর অধিক) ব্যবহার করলে নাকের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই অবশ্যই নাকের স্প্রে একজন নাক-কান-গলা রোগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে ব্যবহার করবেন। কোনভাবেই নাক-কান-গলা রোগের চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে নিজে থেকে কিনে ব্যবহার করা যাবে না।

দীর্ঘমেয়াদী এলার্জি ঔষধ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। তবে যারা অনেকদিন ধরে এলার্জিক রাইনাইটিসে ভুগছেন এবং ঔষধ দ্বারাও কোন ফলাফল পাননা, তাদের ক্ষেত্রে নাক-কান-গলা বিশেষজ্ঞ সার্জনরা নাকের ভিতরে ফুলে যাওয়া মাংসপিন্ড (ইনফিরিয়র টারবিনেট) পুড়িয়ে দিয়ে চিকিৎসা করে থাকেন তবে সেটা খুব কম। তবে সুখবর হচ্ছে অদূর ভবিষ্যতে এলার্জিক রাইনাইটিস এর সবচেয়ে আধুনিক চিকিৎসা এলার্জির বিরুদ্ধে ভ্যাকসিন বা ইমুনোথেরাপি পদ্ধতি চালু হতে পারে।

নাকের এলার্জি জনিত হাঁচি-সর্দির সুচিকিৎসা না হলে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্ভাবনা থাকে। এলার্জিক রাইনাইটিস থেকে শতকরা ২৫ ভাগ রোগির হাঁপানি হতে পারে। এছাড়া নাকের এলার্জিজনিত সর্দি থেকে সাইনোসাইটিস বা নাকের পলিপও হতে পারে।

পরিশেষে বলি ঘর, পর্দা, বিছানার চাদর ভালোভাবে পরিষ্কার রাখুন এবং রাস্তায় বের হলে নাকে রুমাল অথবা মাস্ক ব্যবহার করুন। ঘরের ভিতর পর্যাপ্ত আলো-বাতাস আসার ব্যবস্থা রাখুন। কারো হাঁচি জনিত এলার্জীর সমস্যা থাকলে হাঁচির উদ্রেক আসলে অবশ্যই চেষ্টা করবেন নিরাপদ দূরত্বে গিয়ে শিষ্টাচার মেনে হাঁচি দিতে। নিয়ম মেনে চললে ভালো থাকা কোনো কঠিন
বিষয় নয়।

ডাঃ মোঃ আব্দুল হাফিজ (শাফী)
নাক-কান-গলা বিভাগ,
বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা।



 

Show all comments
  • MD.AL-AMIN HOSSAIN SAMI ৩০ জুন, ২০২২, ৭:২৬ এএম says : 0
    আমারও একই অবস্থা
    Total Reply(0) Reply
  • মো. আশরাফুল ইসলাম। ২৬ অক্টোবর, ২০২০, ৯:২৮ এএম says : 0
    আমার ৩/৪ বছর থেকে রাইনাইটিস সমস্যা। ইমুনো থেরাপি নিতে আগ্রহী। আমার বাসা বগুড়া শহরে। বয়স ৪৫ বছর। দয়া করে পরামর্শ চাই।
    Total Reply(0) Reply
  • মোঃতরিকুল ইসলাম আমার বাড়ী নেত্রকোনা শহরে ৩০ অক্টোবর, ২০২০, ৬:৫৩ পিএম says : 0
    আমি প্রায় ৩-৪বছর যাবত নাকের সমস্যায় আছি।আমার একবারে ৬-৮বার হাঁছি আসে এবংনাকে দিয়ে পানি পরে। তাই আমি অনেক কষ্টে আছি।আমি কী কোন পরামর্শ পেতে পারি
    Total Reply(0) Reply
  • hanif ২৪ ডিসেম্বর, ২০২০, ৯:৫৫ এএম says : 0
    আমার নাকে শুধু পানি আসে
    Total Reply(0) Reply
  • hanif ২৪ ডিসেম্বর, ২০২০, ৯:৫৫ এএম says : 0
    আমার নাকে শুধু পানি আসে
    Total Reply(0) Reply
  • Saiful Islam ৯ জুন, ২০২১, ৬:০২ পিএম says : 0
    একটি সু পরামর্শ দিন প্লিজ
    Total Reply(0) Reply
  • Pappu ১০ জুন, ২০২১, ৬:১৫ পিএম says : 0
    Sordi tok hoi na
    Total Reply(0) Reply
  • মোঃবায়োজিদ ১৭ আগস্ট, ২০২১, ৭:১৪ পিএম says : 0
    ডাঃ মোঃ আব্দুল হাফিজ (শাফী) স্যারের চেম্বার কোথায় প্লিজ জানাবেন।
    Total Reply(0) Reply
  • শাহনাজ আক্তার ৩০ আগস্ট, ২০২১, ১:০৯ পিএম says : 0
    আমার এই সমস্যা গুলু অনেকদিন যাবত। আমি তো সাধারণ এলার্জি ভেবে থাকি। আর আমার যখন এলার্জি অ্যাটাক হয় তখন বর্ণিত সব গুলু লক্ষণ দেখা যায় ১৫/২০ টা হাচি দেওয়ার পরে অবস্থা খারাপ হয়ে যায়
    Total Reply(0) Reply
  • hayder ali ৯ নভেম্বর, ২০২১, ১০:২৭ এএম says : 0
    আমার প্রায় ৮ বছর যাবত রাইনাইটিস সমস্যা। ইমুনো থেরাপি নিতে আগ্রহী
    Total Reply(0) Reply
  • sohag ২৭ ডিসেম্বর, ২০২১, ৮:২৩ পিএম says : 0
    আমার নাক ৪ বছর দরে বন্দ হই খালি ওপাই কি
    Total Reply(0) Reply
  • Zorna Akter ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫৯ পিএম says : 0
    আমার বয়স ২২ বছর। ৪বছরের বেশি সময় ধরে আমি নাকের এলার্জি তে ভুগতেছি। অনেক চিকিৎসা করার পরও নাকের এলার্জি ভালো হয়নি।দয়া করে জানাবেন এর জন্য কি করতে পারি আমি।
    Total Reply(0) Reply
  • Golam mostofa ৯ জুন, ২০২২, ৯:০৪ পিএম says : 0
    আমিও অনেকদিন যাবৎ এই সমস্যা নিয়ে ভুগছিলাম । (ইনফেরিওর টারবিনেট) অপারেশন করিয়ে এখন মহান আল্লাহ তায়ালার রহমতে সুস্থ আছি।
    Total Reply(0) Reply
  • ABDUL LATIF ১২ অক্টোবর, ২০২২, ৯:১৭ পিএম says : 0
    আমার বয়স ২৭ বছর।সবসময় আমার হাচি -কাশি লেগেই থাকে। আর ম্যাক্সজালারি সাইনোসাইটিস আছে। রক্ত পরিখা করেছিলাম এলাজি ১৫৭১, এ রোগে 11/12 বছর যাবৎ ভুগতেছি,হোমিও এবং এ্যালপেতিক ঔষধ অনেক খেয়েছি কোন লাভ হয় নাই।ঔষধ যতদিন খাই, ততদিন ভালো থাকি,পরে আবার শুরু হয় আগের মত হাচি-কাশি এবং নাক দিয়ে অজরে পানি।এখন এর কী কোন স্থায়ী চিকিৎসা আছে? আর, এখন আমি কী করতে পারি?দয়া করে জানাবেন। Mobile
    Total Reply(0) Reply
  • হৃদয় দাস ৯ নভেম্বর, ২০২২, ৭:৫৩ পিএম says : 0
    সার আমি একজন সৈনিক আর আমি ঘুম থেকে উঠলেই নাক দিয়ে পানি পরে এবং চুলকায় গলা চুলকায় কত কী জে যন্এনা আমাকে একটা উপায় দিন
    Total Reply(0) Reply
  • মোঃআবির হোসেন ১২ নভেম্বর, ২০২২, ১১:৩৯ পিএম says : 0
    আমার অনেক দিন যাবত নাক দিয়ে পানি পরে আবার পানি পরা বন্দ হলে নাক বন্দ বন্দ অনুভব হয় নাকের ভিতর পানি থাকে
    Total Reply(0) Reply
  • MD.MOMIN BAKAUL ২০ নভেম্বর, ২০২২, ৬:৪০ পিএম says : 0
    আমার এই সমস্যা গুলু অনেকদিন যাবত। আমি তো সাধারণ এলার্জি ভেবে থাকি। আর আমার যখন এলার্জি অ্যাটাক হয় তখন বর্ণিত সব গুলু লক্ষণ দেখা যায় ১৫/২০ টা হাচি দেওয়ার পরে অবস্থা খারাপ হয়ে যায়
    Total Reply(0) Reply
  • রাজিবুল ১১ ডিসেম্বর, ২০২২, ৭:৫৫ পিএম says : 0
    আমার বয়স 32বছর।সবসময় আমার হাচি -কাশি লেগেই থাকে। আর ম্যাক্সজালারি সাইনোসাইটিস আছে। রক্ত পরিখা করেছিলাম এলাজি ১৫৭১, এ রোগে 11/12 বছর যাবৎ ভুগতেছি,হোমিও এবং এ্যালপেতিক ঔষধ অনেক খেয়েছি কোন লাভ হয় নাই।ঔষধ যতদিন খাই, ততদিন ভালো থাকি,পরে আবার শুরু হয় আগের মত হাচি-কাশি এবং নাক দিয়ে অজরে পানি।এখন এর কী কোন স্থায়ী চিকিৎসা আছে? আর, এখন আমি কী করতে পারি?দয়া করে জানাবেন। Mobile01779869785
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এলার্জিক-রাইনাইটিস
আরও পড়ুন