Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুখের ক্যান্সারের কারণ ও লক্ষণসমূহ

| প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

সাধারণত ৪০ বছরের চেয়ে বেশি বয়সেই মুখের ক্যান্সার হয়ে থাকে। মুখের ক্যান্সারের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যেগুলো থাকলে অবশ্যই আপনাকে দ্রæত ডাক্তার দেখাতে হবে। এবার জেনে নিন মুখের ক্যান্সারের লক্ষণসমূহ ঃ

১। মুখে যদি এমন কোন ঘাঁ থাকে যা সহজে ভালো হচ্ছে না।

২। গালের ভেতর মাংসপিন্ডের ন্যায় কিছু অথবা কোন অংশ পুরু হয়ে যাওয়া।

৩। সাদা অথবা লাল প্যাঁচ বা দাগ যদি মাড়ি, জিহ্বা, মুখগহ্বরের ভিতরে খুব বিকৃত অবস্থায় দেখা যায়।

৪। গলায় ক্ষত অথবা যদি এমন মনে হয় গলায় দীর্ঘদিন যাবৎ কোন কিছু বিধে রয়েছে ।

৫। যদি কোনো কিছু চুষতে সমস্যা হয়।

৬। কোনো কিছু গিলতে সমস্যা।

৭। চোয়াল নাড়াতে অথবা যদি জিহ্বা নাড়াতে সমস্যা হয়।

৮। জিহ্বার অবশ ভাব অথবা যদি মুখের অন্য কোনো অংশে অবশ ভাব আসে।

৯। যদি চোয়ালের কোনো অংশ কোনো কারণ ছাড়াই ফুলে যায়।

উপরের লক্ষণগুলো ক্যান্সারের কারণে হতে পারে অথবা অন্য কোনো কারণেও হতে পারে। যদি দুই সপ্তাহের বেশি লক্ষণগুলো বিদ্যমান থাকে তাহলে দেরী না করে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুণ।

মুখের ক্যান্সারের সম্ভাব্য কারণ সমূহ ঃ
(ক) কারসিনোজেন ঃ ধুমপান, এলকোহল সেবন, পান-সুপারি বা তামাক জাতীয় যে কোনো পদার্থ।

(খ) সূর্যের আলো ঃ শুধুমাত্র ঠোঁটের ক্ষেত্রে।


(গ) সংক্রমণ ঃ সিফিলিস, ক্যান্ডিডোসিস, ভাইরাস।

(ঘ) মিউকোসাল ডিজিজ ঃ ওরাল এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া, লাইকেন প্ল্যানাস, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস।

ডাঃ মোঃ ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল ঃ ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল ঃ [email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুখের-ক্যান্সার
আরও পড়ুন