Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ৫:৫২ পিএম

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধোপাবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান ধোপাবিলা গ্রামের আমিরুল ইসলামের ৭ বছরের ছেলে ওয়ালিদ সকালে ঘরের ফ্যান চালু করতে যায়। এসময় সে বিদ্যুতায়িত হয়। পরে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

wSbvB`‡n we`y¨r¯ú„‡ó wkïi g„Zz¨

wSbvB`n জেলা সংবাদদাতা -

wSbvB`‡n we`y¨r¯ú„‡ó GK wkïi g„Zz¨ n‡q‡Q| e„n¯úwZevi mKv‡j m`i Dc‡Rjvi †avcvwejv MÖv‡g G NUbv N‡U|

wSbvB`n m`i _vbvi Iwm wgRvbyi ingvb জানান †avcvwejv MÖv‡gi Avwgiæj Bmjv‡gi 7 eQ‡ii †Q‡j Iqvwj` mKv‡j N‡ii d¨vb Pvjy করতে hvq| Gmgq †m we`y¨ZvwqZ nq| c‡i †mLvb †_‡K Zv‡K ¸iæZi AvnZ Ae¯’vq wSbvB`n m`i nvmcvZv‡j wb‡q †M‡j wPwKrmK Zv‡K g„Z †Nvlbv K‡i| G NUbvq m`i _vbvq Acg„Zz¨ gvgjv n‡q‡Q|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ