মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একবিংশ শতাব্দিতে দাঁড়িয়েও কন্যা সন্তানের প্রতি অনীহার ছবিটা যেন বদলাচ্ছে না ভারতে। সন্ধ্যায় রাস্তায় পড়ে কাঁদছে নবজাতক। তাকে আগলে রেখেছে রাস্তার কিছু কুকুর। এক নেটিজেন শিশুটির ছবি-সহ গোটা ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেন। তিনি লিখছেন, “সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ মাসির (খালা) ফোন আসে, একটা রতœ পেয়েছি, পরে তোকে সব জানাচ্ছি, এখন ব্যবস্থা করি।” এরপর তিনি লিখছেন “রাত সাড়ে ১০টা নাগাদ মাসিকে ফোন করি, ঘটনা জানতে। মাসি এবং দিদির (বোন) এক বান্ধবী বাজারে যাচ্ছিলেন, হঠাৎ গলির মোড়ে একটা কান্নার আওয়াজ পান। এগিয়ে যেতেই চোখে পড়ে এই ফুলের মত শিশুটিকে। কয়েকটা কুকুর মিলে আগলে রেখেছিল।” জানা গেছে, শিশুটিকে উদ্ধার করার পর সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র ১ দিন বয়স ওই শিশুর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্যানুযায়ী বাচ্চাটিকে বারাসাতের একটি হোমে পাঠানো হয়েছে। জিনিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।