Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মার্ট ফোন থেকে শিশুদের রক্ষা করুন

জাফরুল ইসলাম | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

আগের দিনে শিশুরা সাধারণত মাঠে ঘাটে খেলাধুলা করে তাদের শৈশব অতিবাহিত করতো। আর তাদের মেধাবিকাশ ঘটতো খোলামেলা পরিবেশে। কিন্তু বর্তআন সময়ে শিশুরা আর মাঠেঘাটে খেলাধুলা করতে চায় না। কারণ তাদের অনেকের হাতেই এখন স্মার্ট ফোন আছে। যার কারণে শিশুরা স্মার্ট ফোনে বিভিন্ন ধরনের ভিডিও গেমস খেলে সময় পার করছে। অনেকে আবার বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আসক্ত। যার কারণে তাদের মেধাবিকাশ সঠিকভাবে হচ্ছে না। খেলাধুলা না করার কারণে তাদের শারীরিক গঠনও ঠিক মতো হচ্ছে না। এমনকি তারা শুধু মোবাইল নিয়ে পড়ে থাকায় আত্মকেন্দ্রিক হয়ে বেড়ে উঠছে। সামাজিক কর্মকান্ডের দিকেও মন দিতে পারছে না। এছাড়া কোনো মোবাইল গেম শিশুদের মনস্তাত্তি¡ক দিক থেকে ভয়ানক পরিণতির দিকে ঠেলে দেয়ার উদাহরণও দেখতে পাওয়া যাচ্ছে। এসব কিছু থেকে রক্ষা করার জন্য অবশ্যই স্মার্ট ফোন থেকে শিশুদের দূরে রাখতে হবে। এ ব্যাপারে মা-বাবাসহ অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন