Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেদের ভূমি মুক্ত করতেই যুদ্ধ করছে আজারবাইজান

সমস্যার সমাধান না করে আর্মেনিয়াকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে এবার জড়িয়ে পড়ছেন বিশ্বের কয়েকটি দেশ। একদিকে তুরস্ক অন্য দিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স। এদিকে নাগরনো-কারাবাখ যুদ্ধে ওএসসিই মিনস্ক গ্রুপের দেশগুলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স সব ধরনের অস্ত্র সহায়তা দিয়ে আর্মেনিয়ার পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। রোববার তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির প্রদেশিক কংগ্রেস মিটিংয়ে দেয়া বক্তব্যে এরদোগান বলেন যে ইরাক, সিরিয়া, লিবিয়া ও বর্তমানে কারাবাখে যা ঘটছে তা আমরা সবাই দেখতে পাচ্ছি। যুদ্ধের ফলে এসব অঞ্চলে বৈষম্য ও বিচ্ছিন্নতাবাদ ছড়িয়ে পড়ছে। সামান্য লাভের জন্য এসব অঞ্চলে বহু রক্তপাত ও অশ্রু ঝরেছে। এরদোগান বলেন, আমাদের আজারবাইজানি ভাইয়েরা বর্তমানে আর্মেনিয়ার বিরুদ্ধে খুবই কঠিন এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের কেন এই যুদ্ধ করতে হচ্ছে? আর্মেনিয় দখল থেকে নিজেদের ভূমি মুক্ত করার যুদ্ধ করছে। এরচেয়ে সাধারণ বিষয় আর কী হতে পারে? এরদোগান জোর দিয়ে বলেন, ৩০ বছর পেরিয়ে গেছে তবু আমেরিকা, রাশিয়া ও ফ্রান্স এই সমস্যার সমাধান করেনি। তারা আজারবাইজানিদের জমি তাদের কাছে হস্তান্তর করেনি। তিনি বলেন, এ জন্যই দখলদারদের বিরুদ্ধে আজারবাইজানি ভাইদের নিজ ভ‚মি মুক্ত করার জন্য লড়তে হচ্ছে। আল্লাহ তাদের সাহায্য করুন। আমি বিশ্বাস করি তারা একদিন আর্মেনিয়দের থেকে দখলকৃত ভূমি মুক্ত করবে। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আশা করি তারা সাফল্য পাবে। উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকেই এই অঞ্চলে দুই দেশের বিরোধ চলে আসছিল। ১৯৯০ এর দশকে আর্মেনিয়ান নৃগোষ্ঠী আজারবাইজানের কাছ থেকে কারাবাখ দখল করে। এ নিয়ে সঙ্ঘাত ছড়িয়ে পড়ে সে সময়ই। শুরু হয় যুদ্ধ, যাতে প্রাণ হারিয়েছিলেন ৩০ হাজার মানুষ। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্য যুদ্ধবিরতি চুক্তিতে সরাসরি সঙ্ঘাতের ইতি ঘটলেও এ নিয়ে দুই দেশের বিবাদ অব্যাহত ছিল। নিজেদের অঞ্চল আবার দখলে বেশ কয়েকবারই সামরিক অভিযানের হুমকি দেয় আজারবাইজান। ইউরোপীয় নিরপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই) মিনস্ক গ্রুপটি নাগরনো-কারাবাখ বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য ১৯৯২ সালে গঠন করা হয়েছিল। কিন্তু কর্যকরী কোন ফল আসেনি। সর্বশেষ সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে দেশ দুটির মধ্যে আবারো সংঘর্ষ শুরু হয়। ১০ অক্টোবর দেয়া যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হয়নি। আবারো শনিবার থেকে যুদ্ধবিরতি ঘোষণা দেয়া হলেও আর্মেনিয়া আবারো হামলা চালিয়েছে। আনাদোলু এজেন্সি।



 

Show all comments
  • HM Rubel Islam ২০ অক্টোবর, ২০২০, ২:০৭ এএম says : 0
    জয় হোক মুসলমানদের জয় হোক আজারবাইজান সৈন্যদের যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে স্বাধীনতা রক্ষায় সংগ্রাম করছে।
    Total Reply(0) Reply
  • Sk Imtiaz Shakil ২০ অক্টোবর, ২০২০, ২:০৭ এএম says : 0
    আজার বাজান তুমগোরে ধন্যবাদ ,,এহন শান্তি চায় মাইরের উপরে কোনো ঔষদ নাই
    Total Reply(0) Reply
  • Md Belal Hossain ২০ অক্টোবর, ২০২০, ২:০৯ এএম says : 0
    শয়তানরা বলে আজারবাইজান নাকি শান্তি চায়না৷ গাধারা! আরমেনিয়াকে বল তার জায়গা ছেড়ে দিতে৷
    Total Reply(0) Reply
  • Ah Rahman Ongkon ২০ অক্টোবর, ২০২০, ২:১০ এএম says : 0
    আজারবাইজান নিজেদের ভূখন্ড দখল করা না পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। যদি আপনাদের ভূখন্ড অন্য দেশ দখল করে রাখত তখন কেমন লাগতো সেই অবস্থানে নিজেদের বসিয়ে দেখুন
    Total Reply(0) Reply
  • Md Sahidul ২০ অক্টোবর, ২০২০, ২:১০ এএম says : 0
    আল্লাহু আকবার , মুসলমানদের জয় হবে ইনশাআল্লাহ। আমরা মুসলিম। আমরা মুসলিমদের জন্য দোয়া করবে। যেন কোন কাফের মুসলিমদের উপর আঘাত হানতে না পারে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজারবাইজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ