Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষি মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগ দাখিল

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ৫:০৪ পিএম

ফরিদপুর বিএডিসি বৃহত্তর সেচ উন্নয়ন প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে কৃষি মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করেছে ফরিদপুরের ২৯ জন ঠিকাদার ।

তাদের অভিযোগ পত্রে দাখিল করা হয়েছে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের বিতর্কিত ও পলাতক এপিএস ফুয়াদ , দুইশত কোটি টাকার মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তারকৃত দুই সহদর বরকত ও রুবেলের কুকর্মের সহযোগী এই মনিরুল ইসলাম ।

কয়েক মাস পূর্বে নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম সরকারী বিধি ভঙ্গ করে সম্পূর্ণ গোপনে ইউপিভিসি পাইপ ক্রয়ের লক্ষ্যে দরপত্র আহবান করেন যার আর্থিক মুল্য প্রায় ১১ কোটি টাকা । তিনি ১৫% কমিশন নিয়ে তার পছন্দের ঠিকাদারকে কাজগুলি দিয়ে দেন এবং নিন্মমানের সরঞ্জাম গ্রহন করেন , এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে ।

উক্ত টেন্ডারের সাথে জড়িত আছে বরকত , রুবেল ও ফুয়াদ ।

গত ২৭/০৯/২০ ইং তারিখে ২১১ গ্রুপে একটি টেন্ডার আহবান করেন ঐ টেন্ডারে কোথায় কি কাজ এবং কোন এলাকায় তা উল্লেখ করেন নাই , এই ধরণের অনেক অনিয়ম – দুর্নীতি উল্লেখ করে ২৯ জন ঠিকাদার নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে কৃষি মন্ত্রণালয়য়ের মাননীয় সচিব , জেলা প্রশাসক ফরিদপুর , পুলিশ সুপার ফরিদপুর সহ অন্যান্য দপ্তরে ।

অভিযোগকারী ২৯ জন ঠিকাদার গত ১২/১০/২০ ইং তারিখে কৃষি মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করেছে তাদের মধ্যে রয়েছেন, মাছুদুল হক , হাজী ট্রেড সেন্টার, আশুতোষ বিশ্বাস , আজাদ হোসেন , কামরুজ্জামান ফারুক , ইলিয়াস উদ্দিন , মো শামীম রহমান প্রমুখ ।

এই বিষয়ে ফরিদপুরের বিএডিসি নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম জানান , আমি কোন অনিয়ম – দুর্নীতি করি নাই , উক্ত টেন্ডারে একটি টেন্ডার কমিটি রয়েছে , গোপালগঞ্জের বিএডিসি নির্বাহী প্রকৌশলীকে প্রদান করে , ঠিকাদারগনদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনিয়ম

২৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ