বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কমলনগর উপজেলার চর লরেঞ্চ (করইতলা) এলাকায় শনিবার যৌতুকের টাকার জন্য অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যৌতুক দাবি করা এক লাখ টাকা না পেয়ে স্বামী-শ্বশুর-শাশুড়ি ওই নারীকে মারধর করে ঘরে তালাবন্দি করে রাখেন। পরে খবর পেয়ে গৃহবধূর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
চার মাস আগে বটতলী এলাকার ওই নারীর সঙ্গে চরলরেন্স ইউনিয়নের আবুল কাশেমের ছেলে মো. মনিরের বিয়ে হয়। বিয়ের সময় স্বামীকে যৌতুক হিসেবে স্বর্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকা দেয় তার পরিবার। পেশায় ট্রাক ড্রাইভার মনিরের ড্রাইভিং লাইসেন্সের জন্য দেওয়া হয় আরও ৫০ হাজার টাকা। এর পরও মনির আরও এক লাখ যৌতুক দাবি করে আসছে। এ টাকার জন্য শনিবার মনিরসহ তার বাবা-মা ওই গৃহবধূকে মারধর করে।
কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার জানান, গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।