Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

যৌতুক দাবি

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

৬ মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের মিরপুরগ্রামের নাসির উদ্দিনের মেয়ে নাসরিন খাতুন(১৯) এর সাথে একই উপজেলার ছেউড়িয়া কারিগরপাড়ার আলতাব হোসেনের ছেলে শরিফুলের সাথে।
বিয়ের সময় একটি মোটরসাইকেল ও স্বর্ণের চেইন যৌতুকের দাবী ছিলো ছেলের পরিবারে। কিন্তু বিয়ের পর গরীব বাবার পক্ষে চেইন দিলেও মোটরসাইকেল দেওয়ার সাধ্য ছিলো না। ফলে চরম নির্যাতন সহ্য করত নাসরিন। গত রোববার সারাদিন নাসরিনকে খেতে না দিয়ে ঘরে বন্দি করে চরম নির্যাতন করতে থাকে শশুর বাড়ীর লোকজন। নির্যাতনের এক পর্যায়ে নাসরিন মারা গেলে তার লাশ ওরনা দিয়ে পেচিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে তার পরিবারকে জানায় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করে নাসরিনের বাবা। সংবাদ পেয়ে নাসরিনের পরিবার ঘটনাস্থলে গেলে যৌতুক লোভী শরিফুলের পরিবারের লোকজন পালিয়ে যায়।

বাধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল ইসলাম জানান, প্রাথমিক পর্যায়ে লাশের শরীরে কিছু নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। তবে লাশের ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। কুমারখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, ময়নাতদন্ত রিপোর্ট আসলেই ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌতুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ