পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর আশকোনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ক্যাম্পে আত্মঘাতী হওয়া নিহত জঙ্গি শামীমের (২৫) লাশ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুর ১২ টার দিকে র্যাব-১ এর পক্ষ থেকে লাশ দাফনে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, ২০১৭ সালের ১৭ মার্চ ওই ঘটনায় নিহত হবার পর থেকে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গের হিমাগারে রাখা ছিলো। প্রথমে অজ্ঞাত হিসেবে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। পরে নিহতের পরিচয় নিশ্চিত হবার পর যোগাযোগ করা হলে পরিবার লাশ গ্রহণে রাজি হয়নি। র্যাব-১ এর সিনিয়র এসপি মো. নজমুল হক জানান, নিহতের নাম শামীম (২৫)। তার বাড়ি নরসিংদীতে। বাবার নাম সাইদুর রহমান। ২০১৭ সালের ১৭ মার্চ আশকোনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন তিনি। ময়নাতদন্তের পর লাশটি মর্গে রাখা হয়েছিলো। নিহতের পরিবার লাশটি গ্রহণে অস্বীকৃতি জানালে দাফনের জন্য গতকাল আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।