মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রিপাবলিকান পার্টির এক সিনেটর বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘স্বৈরশাসকদের নিতম্বে চুমু দেন’ অর্থাৎ তোষামোদ করেন, নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হোয়াইট হাউজকে ব্যবসার মাধ্যম হিসেবে ব্যবহার করেন। নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর বেন স্যাসের ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে এ তথ্য জানা গেছে। স্যাসে বলেছেন, ট্রাম্প হচ্ছেন ‘টিভি আসক্ত’ ও ‘আত্ম প্রচারসর্বস্ব’। তিনি মিত্রদের যুক্তরাষ্ট্র থেকে দূরে এবং চীনের দিকে ঠেলে দিচ্ছেন। একইসঙ্গে তিনি রিপাবলিকান পার্টির ভয়াবহ ক্ষতি করছেন। ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের একনায়কদের ‘তোষামোদে ব্যস্ত’ উল্লেখ করেন। সিনেটর বলেন, ‘হংকংবাসীর পক্ষে তিনি একটি আঙ্গুলও ওঠাননি। স্যাসে আরও বলেছেন, ট্রাম্প ‘মাতাল নাবিকের মতো অর্থ ব্যয় করেন’। দরজার আড়ালে খ্রিষ্টান ইভানজেলিক্যালদের ঠাট্টা করেন,যারা রিপাবলিকানদের গুরুত্বপূর্ণ ভোটার গ্রুপ। নেব্রাস্কার এই সিনেটরের অভিযোগ, তার পরিবার (ট্রাম্পের) প্রেসিডেন্টের দায়িত্বকে একটা ব্যবসার সুযোগ বলে মনে করে। তিনি শ্বেত শ্রেষ্ঠত্ববাদীদের প্রতি সদয় মনোভাব পোষণ করেন। আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হতে পারেন বলেও পূর্বাভাস দিয়েছেন স্যাসে। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।