বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ বিশ্বনাথ পৌরসভার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মাওলানা আখতার আলীকে আহবায়ক ও শেখ মোঃ শাহজাহানকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। শনিবার দুপুরে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার হল রুমে আয়োজিত এক আলোচনা সভা শেষে এ আহবায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে আল-ইসলাহ সিলেট জেলার সম্মানিত সভাপতি, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নুমান।
উপজেলা আল-ইসলার সভাপতি তালুকদার মো: ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকমল হোসাইন শাকুরের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান গোয়াহরি, লতিফিয়া ক্বারি সোসাইটি বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মছব্বির। বক্তব্য রাখেন, আল-ইসলাহ ও তালামীযে অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মুফতি মাওলানা ক্বারি আব্দুল মুমিন সাহেব এবং ইসলামি সংগীত পরিবেশন করেন, মাঃ মাসুম আহমদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক মাওলানা হাবিবুর রহমান, যুগ্ন আহবায়ক মাওলানা আব্দুর রব, যুগ্ন সচিব মো: শরীফ উদ্দিন, সদস্য মাওলানা আজিজুর রহমান, মোঃ ইকবাল হোসেন, মোঃ মোক্তার আলী, মাওলানা আব্দুল মুমিন, মোঃ সুন্দর আলী, মাওলানা মাহবুবুল ইসলাম আঙ্গুর, মাওলানা কামরুল ইসলাম, মোঃ খোয়াজ আলী, মাওলানা ফারুক আহমদ, মাওলানা ছালেহ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে আল-ইসলাহ সিলেট জেলার সম্মানিত সভাপতি, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নুমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।