বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর বাকলিয়া নতুন ফিসারিঘাট এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. আবু তৈয়ব (৪২) নামে এক শ্রমিকের মাঝি। পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে।
শুক্রবার রাত ৮টায় ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।
নিহত মো. আবু তৈয়ব কর্ণফুলী থানাধীন শিকলবাহা মাস্টারহাট এলাকার আহমদ মিয়ার ছেলে। তিনি নতুন ফিসারিঘাটে শ্রমিকের মাঝি হিসেবে কাজ করতেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, নতুন ফিসারিঘাট এলাকায় প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে মো. আবু তৈয়বকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন ফিসারিঘাট এলাকায় কসাই আক্তার, হাসিনাসহ কয়েকজন অতর্কিত আবু তৈয়বের উপর হামলা করে। তারা আবু তৈয়বকে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।