বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেয়েকে ইভ-টিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেরা মা’কে ছুরিকাঘাত করে আহত করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের সাবানিয়াকান্দা গ্রামের সাবানিয়াকান্দা প্রাথমিক বিদ্যালয়ের কাছে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সাবানিয়াকান্দা গ্রামের রফিকুল ইসলাম ও রওশনা আক্তারের মেয়ে সাহতা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) পাশ্ববর্তী সাহ্তা গ্রামের আব্দুল মতিনের বখাটে ছেলে জাহাঙ্গীর তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বেশ কিছুদিন যাবৎ উত্যক্ত করে আসছিল। উক্ত শিক্ষার্থী অপারগ হয়ে বিষয়টি তার মা-বাবাকে জানায়। শিক্ষার্থীর মা ইভ-টিজিংয়ের প্রতিবাদ জানিয়ে রাস্তাঘাটে তার মেয়েকে আর যেনো বিরক্ত করা না হয় সেই ব্যাপারে জাহাঙ্গীরকে সাবধান করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে জাহাঙ্গীর শুক্রবার বিকালে সাবানিয়াকান্দা প্রাথমিক বিদ্যালয়ের কাছে মেয়েটির মা রওশনাকে পেয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোজন তাকে উদ্ধার করে দ্রুত বারহাট্টা হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় শিক্ষার্থীর মা আহত রওশনা আক্তার বাদী হয়ে জাহাঙ্গীরসহ তিনজনকে আসামী করে রাতেই বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ এ ঘটনার প্রধান অভিযুক্ত বখাটে জাহাঙ্গীরকে শনিবার ভোরে তার বাড়ী থেকে গ্রেফতার করেছে। বাকী আসামীদেরকেও গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।