Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সদ্যোজাতকে বাথরুমের বাইরে ছুড়ে ফেলল মা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

গোসল করতে করতে হঠাৎই প্রসব হয়ে যায় ভারতীয় বংশোদ্ভ‚ত নিউইয়র্কের বাসিন্দা সবিতা ডুকরামের। কী করবেন বুঝতে না পেরে, সদ্যোজাত শিশুকে বাথরুমের জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দিলেন মা! এই ঘটনা জানাজানি হওয়ার পর সকলেই স্তম্ভিত। আশঙ্কাজনক অবস্থায় এখন সদ্যোজাত শিশুটি ভর্তি হাসপাতালে। তার বাঁচার সম্ভাবনা অনেকটাই কম। ছেলেকে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে মা সবিতার বিরুদ্ধে। নিউইয়র্ক পোস্ট সংবাদপত্রের খবর অনুযায়ী নিউইয়র্কের কুইন্সের বাসিন্দা সবিতা ডুকরাম। স্নান করার সময় হঠাৎই প্রসব হয়ে যাওয়ায় তিনি ভয় পেয়ে যান। কী করবেন বুঝতে না পেরে নিজের সদ্য জন্মানো শিশুকে শৌচাগারের বাইরে ছুড়ে ফেলেন তিনি। সবিতা বলেছেন, আচমকা প্রসব হয়ে যাওয়ায় ভয় পেয়ে গিয়েছিলাম। যা করেছি তার জন্য দুঃখিত। জানা গিয়েছে, ছেলেকে ছুড়ে ফেলে দেয়ার পর কাউকে কিছু না জানিয়ে বাথরুম পরিষ্কারও করে ফেলেন সবিতা। পুলিশকে সবিতা আরও জানান, এমন ঘটনা ঘটে যাওয়ায় কী করব বুঝতে পারছিলাম না। আমি আমার বেবিকে দেখিওনি। আমার জামাকাপড়গুলি লন্ড্রিতে দেওয়ার জন্য বাথরুমে রেখে দিয়ে স্নান করে শুয়ে পড়ি। সূত্র : নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ