Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢামেকের বাথরুম থেকে পরিত্যক্ত হাতকড়া উদ্ধার

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি বাথরুম থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢামেক হাসপাতালের নতুন ভবনের নিচতলায় রেডিওলজি বিভাগের বাথরুম থেকে দড়ি বাঁধা অবস্থায় হাতকড়াটি পাওয়া যায়।
মেডিক্যাল সূত্র জানায়, গতকাল সকালে কালাম নামে এক আনসার সদস্য রেডিওলজি বিভাগে দায়িত্ব পালন করতে গেলে এই হাতকড়াটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশ সেটি উদ্ধার করে নিজেদের জিম্মায় নেন। বিষয়টি অবহিত করা হয় শাহবাগ থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে। ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, হাতকড়া পড়ে থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, পুলিশ প্রহরায় থাকা হাসপাতালে চিকিৎসাধীন কোনো আসামি বাথরুমে গিয়ে হাতকড়া রেখে পালিয়ে গেছে কি না সে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢামেকের বাথরুম থেকে পরিত্যক্ত হাতকড়া উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ