Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাদাখ থেকে দ্র্রুত সেনা সরাতে রাজি চীন-ভারত

সপ্তম রাউন্ডের বৈঠক সফল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

অবশেষে সপ্তম রাউন্ডের বৈঠক সফল। আশানুরূপ ফল মিলেছে দুই পক্ষের কথোপকথনে। সেই অনুযায়ী, পূর্ব লাদাখে দ্রæত সেনা সরানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ভারত ও চীন। যত দ্রæত সম্ভব ওই বিবাদিত অঞ্চল থেকে সেনা সরানোর বিষয়ে পারস্পরিক ঐক্যমতে এসেছে ভারত ও চীন। দুই পক্ষই এই বৈঠককে ইতিবাচক এবং গঠনমূলক বলে অভিহিত করেছে। ভারতীয় ভূখন্ডের চুসুল-মল্ডো সীমান্তে দুই দেশের সেনা কমান্ডাররা বৈঠক করেছেন। গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে দুই দেশের সেনা সংঘর্ষে লিপ্ত ওই অঞ্চলে। ভারত ও চীনা সেনার যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, “দুই পক্ষই সেনা এবং ক‚টনৈতিক স্তরে আলোচনা-যোগাযোগের ভিত্তিতে মৌখিক ভাবে সেনা সরানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। যত দ্রæত সম্ভব সেনা সরানোর বিষয়ে রাজি হয়েছে দুই পক্ষই। বিবাদ না বাড়িয়ে দুই দেশের ক‚টনৈতিক সম্পর্ক অটুট রাখতে এবং সীমান্তে স্থিতাবস্থা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।” ভারতীয় সেনার তরফে বৈঠকে প্রতিনিধিত্ব করেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং চীনা সেনার তরফে ছিলেন মেজর জেনারেল লিউ লিন। তিনি দক্ষিণ শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার। ভারতীয় প্রতিনিধিদের মধ্যে ছিলেন বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব। ভারত-চীন সীমান্ত বিষয়ক সমন্বয়ক হিসাবে কাজ করছেন তিনি। এবারের বৈঠকে চীনের বিদেশমন্ত্রকের প্রতিনিধিও ছিলেন। প্রসঙ্গত, গত সোমবারই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন কমিউনিস্ট শাসিত চীনের আঞ্চলিক আগ্রাসন নিয়ে তোপ দাগেন। ভারতীয় সীমান্তে চীনের আগ্রাসনকে ভাল চোখে দেখছে না মার্কিন মুলুকও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও এর আগে সতর্ক করেছিলেন, ভারতের উত্তর সীমান্তে চীন প্রায় ৬০ হাজার সেনা মোতায়েন করেছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাদাখ

১৬ জানুয়ারি, ২০২২
১২ অক্টোবর, ২০২১
২৮ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ