বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের ভাঙ্গায় সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা বাবু জগদীশ চন্দ্র মালোর নামে একটি পত্রিকায় মিথ্যা,ভিত্তিহীন এবং বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্বে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার সন্ধ্যায় তার নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে বক্তারা বাবু জগদীশ চন্দ্র মালোর বিরুদ্বে উদ্যেশ্য প্রনোদিতভাবে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সম্মেলনে বাবু জগদীশ চন্দ্র মালো বলেন,এলাকায় একটি মহল দ্বন্দ-সংঘাত ও আধিপত্য বিস্তার করার জন্য জোর তৎপরতা চালাচ্ছে। তিনি (জগদীশ চন্দ্র মালো পুজা উৎযাপন কমিটির সভাপতি এবং হিন্দু সম্প্রদায়সহ সহ এলাকার যে কোন সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করেন। কিন্ত স্বার্থান্বেষী মহলাট তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন,মহলটি সম্প্রতি একটি শালিসের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্বে নানা ধরনের ষড়যন্ত্র করে। এরই অংশ হিসেবে মহলটির ইন্ধনে একটি পত্রিকায় মিথ্যা ,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করিয়েছে। তিনি সংবাদ সম্মেলনে ওই সংবাদ কর্মীর বিরুদ্বে চাঁদাবাজির অভিযোগ করেন। তিনি আরও বলেন অচিরেই প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সংবাদ কর্মীর বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। ভাঙ্গা বাজারের ব্যবসায়ী অনীল চন্দ্র বিশ্বাস খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চিত্তরঞ্জন মালো,নিমাই চন্দ্র বিশ্বাস,বেলায়েত হোসেনস প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।