Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করা হবে -বিদ্যুৎ সচিব

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ৪:৩৯ এএম

ভোলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করার লক্ষ্যে মনপুরা শুভ আগমন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডা.সুলতান আহমেদ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শতভাগ বিদ্যুতায়ন সুষম উন্নয়ন নিশ্চিত করতে ভোলার মনপুরা শুভ আগমন করে এসব কথা বলেন ডা.সুলতান আহমেদ মাননীয় সচিব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় । যত দ্রুত বিদ্যুতায়ন হবে, বাংলাদেশ তত দ্রুত এগিয়ে যাবে ।২১সালে মার্চ এর মধ্যেই শতভাগ বিদ্যুতায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডা.সুলতান আহমেদ।শুক্রবার (৯অক্টোবর)মনপুরা ৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও মনপুরা তিনটি মিনি গ্রীড বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে ও মনপুরা নেতাকর্মীদের সাথে সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যুৎ সেবা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তি ব্যবহার ব্যাপক হারে বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। স্মার্ট মিটার, স্মার্ট গ্রীড, স্ক্যাডা, ইআরপি, আধুনিক ট্রান্সফরমার, ভূগর্ভস্থ তার প্রভৃতি বিদ্যুৎ পরিষেবা আরো বাড়িয়ে দিবে।
মতবিনিময় সভা ও মনপুরা স্থাপিত তিনটি মিনি গ্রীড বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহ অফিসার সেলিম মিয়া, ২নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরি দ্বীপক,৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন, ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুতায়ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ