মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ট্রাম্পের কর ও ঋণ নিয়ে প্রশ্ন তুললেন ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। কমলা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে সরাসরি জানতে চাইলেন কেন প্রেসিডেন্ট ট্রাম্প এত কম কর দিয়েছেন ? কমলা বলেন, প্রথমে আমি আক্ষরিক অর্থেই মনে করেছিলাম প্রেসিডেন্ট ট্রাম্প সাড়ে ৭ লাখ ডলার কর দিয়েছেন। অনুসন্ধান সাংবাদিকতার মাধ্যমে জানা যায়, ট্রাম্প মাত্র সাড়ে ৭’শ ডলার কর দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং দি কমাণ্ডার ইন চিফ কার কাছে ঋণী তা মার্কিন নাগরিকদের জানার অধিকার আছে। -ফক্স নিউজ
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কমলা বলেন, ৪’শ ডলার ঋণী ট্রাম্প এর মানে প্রেসিডেন্টের এক্ষেত্রে স্বচ্ছতা থাকা জরুরি। জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন ব্যবসায়ীরা অনেক ধরনের কর দেন, সবচেয়ে বড় কথা তারা অজস্র কর্মসংস্থান সৃষ্টি করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সেই রকম ব্যবসায়ী যিনি মিলিয়ন মিলিয়ন কর দেন, পে রোল, প্রপার্টি ট্যাক্স ইত্যাদি এবং তিনি হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার রিপোর্ট সঠিক নয় এবং প্রেসিডেন্টের কর প্রদান ও আয়ের উৎস সম্পর্কে মার্কিনীরা জানতে পারবেন। কমলা এপর্যায়ে বলেন প্রেসিডেন্ট ঋণী হয়ে থাকলে তাকে কেউ এধরনের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে কি না তা জানা গুরুত্বপূর্ণ। তিনি কি মার্কিন জনগণের স্বার্থে নাকি নিজ স্বার্থে ঋণী হবার মত সিদ্ধান্ত নিয়েছিলেন তাও জানার বিষয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।