Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবরিনা সিংকে প্রেস সচিব নিয়োগ দিয়েছেন কমলা হ্যারিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ৭:৫৯ পিএম

জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস তার প্রেস সচিব হিসেবে সাবরিনা সিংকে নিয়োগ দিয়েছেন। তরুণ ও উদ্যমী সাবরিনা সিং ইতোপূর্বে দুই শীর্ষ ডেমোক্রেট, নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং নিউজার্সির সিনেটর ক্লোরি বুকারের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। -ইয়ন

এছাড়া ডেমোক্রেট ন্যাশনাল কমিটির মুখপাত্র হিসেবেও কাজ করেছেন সাবরিনা। টুইটার পোস্টে সাবরিনা বলেন, কমলা হ্যারিসের প্রেস সচিব হিসেবে বাইডেন-হ্যারিসের টিকেট পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। শীঘ্রই কাজ শুরু করে নভেম্বরের নির্বাচনে জেতার জন্য অধীর হয়ে আছি। লস অ্যাঞ্জেলসের বাসিন্দা সাবরিনার পরিবার ১৯৪০ সাল থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করে আসছে।

মার্কিন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের রানিংমেট, ভারতীয় মা ও জ্যামাইকান বাবার সন্তান কমলা হ্যারিস নিজের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে শ্রীলংকান-আমেরিকান রোহিনী কোসুগলুকে নিয়োগ দিয়েছেন। রোহিনী এর পূর্বে কমলার সিনেট অফিস এবং ডেমোক্রেট দলের প্রাথমিক প্রেসিডেন্ট মনোনায়ন প্রার্থীতার প্রচারণায় কমলার পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ