Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে ঘাঘট ব্রিজ ও সংযোগ সড়ক হুমকির মুখে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ৩:৪৯ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট ব্রিজ সংযোগ সড়ক বন্যার পানির তোড়ে ধ্বসে পড়েছে। হুমকিতে পড়েছে পাকা সড়ক ও ব্রিজ। যেকোনো মুহূর্তে সম্পূর্ণ সড়ক ধ্বসে যেতে পারে। সুন্দরগঞ্জ-মিঠাপুকুর উপজেলার সংযোগ স্থানে ঘাঘট ব্রিজটি অতীব গুরুত্বপূর্ণ। এই ব্রিজটি মিঠাপুকুর উপজেলা হয়ে রংপুর শহর যাতায়াতের অন্যতম মাধ্যম। এ উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের জনগণ এই ব্রিজ দিয়ে রংপুর যাতায়াত করেন। গত সপ্তাহের টানা ভারী বর্ষণে ঐতিহ্যবাহী নগর কাটগড়া হাটের যোগাযোগ সড়কে ঘাঘট ব্রিজ সংলগ্ন পাকা সড়ক ধ্বসে খাদের সৃষ্টি হয়েছে। রাস্তাটি জনগণের জন্য অতীব জরুরী হলেও জরুরী ভিত্তিতে মেরামত করার উদ্যোগ এখনো নেয়া হয়নি। যার কারণে মালবাহী যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ব্রিজ দিয়ে বামনডাঙ্গা ডিগ্রী কলেজ, কাটগড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়, বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়,বামনডাঙ্গা শিশু নিকেতন, রুপসী বাংলা বিদ্যাপীঠ, মেধা বিকাশ শিক্ষালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয় জনগণ ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ অবস্থায় আবার বন্যা হলে পাঁকা সড়কসহ ব্রিজটি ধ্বসে যাওয়ার আশঙ্কা রয়েছে। বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা জানান, অতি বর্ষনে এ ইউনিয়নের কয়েক জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যায়ক্রমে সবগুলোই মেরামত করা হবে। উপজেলা প্রকৌশলী আবুল মনসুর জানান,ওই রাস্তার বিষয়ে ইতোমধ্যেই উর্ধ¦তন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিজ

২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ