Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশখালীতে ডাম্পারের ধাক্কায় কিশোর নিহত, আহত-৩

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৯:০০ এএম

মহেশখালীতে ডাম্পারের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম আবদুল খালেক (১৪)।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে ৫টার সময় উপজেলার বদরখালী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বদরখালীর বাজার থেকে যাত্রীবাহী একটি টমটম গাড়ি কালারমারছড়ায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি ডাম্পার ওই টমটম গাড়ির উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে ৩ যাত্রী আহত ও কিশোর খালেকের মৃত্যু হয়।

আহত ৩ জনের মধ্যে আবদুল শুক্রুর ও আবদুল মন্নানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক শরীফ বলেন, ডাম্পারের ধাক্কায় একজন নিহত হয়েছে। তার পরিবারকে নগদ অর্থ সহযোগিতা ও আহতদের চিকিৎসার জন্য সহযোগিতা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ