Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে বাস-জীপ সংঘর্ষে নিহত ২, আহত ৪

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ৫:৪৭ পিএম

হবিগঞ্জের বাহুবলের পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত কামাইছড়ায় যাত্রীবাহী বাস ও জীপগাড়ির সংঘর্ষে জীপের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
রোববার বেলা ২টার দিকে উপজেলার রশিদপুরের কামাইছড়ায় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে যান চলাচল প্রায় আধাঘণ্টা বন্ধ থাকে।
নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাও এলাকার সনয় কর্মকারের পুত্র জীপচালক সঞ্জীত কর্মকার (৩৮) ও রশিদপুর বাগান এলাকার চা শ্রমিক অনিলের স্ত্রী অঞ্জলী (৭০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের সাথে শ্রীমঙ্গলগামী লেবু ও পেপেবোঝাই একটি জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীপচালক মারা যায়।
আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চা শ্রমিক অঞ্জলীকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
খবর পেয়ে কামাইছড়া ফাঁড়ির একদল পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ