Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে এবং জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অক্টোবর’ ২০২০ মাসব্যাপী এলজিইডি’র সকল সড়ক যানবাহন চলাচল উপযোগী রাখার নিমিত্তে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার সারা দেশে এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত : 

হবিগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জে এলজিইডি ৩৭০ কিলোমিটার সড়ক সংস্কারের কর্মসূচির সূচনা করেছে। গত বৃহস্পতিবার বিকালে সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি, এ কার্যক্রম ভার্চুয়াল সভায় সড়ক সংস্কারের কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উক্ত ভার্চুয়াল সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মহোদয়, এলজিইডি’র প্রধান প্রকৌশলী মহোদয়, অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণসহ সদও দপ্তর ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
নীলফামারী জেলা সংবাদদাতা জানান, গত বৃহস্পতিবার সকালে নীলফামারী এলজিইডির তত্ত্বাবধানে বাবড়িঝার চোড়াইখোলা সড়কের সংস্কারের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করেন। এ বিষয়ে নীলফামারী এলজিইডির, এসডিই প্রকেীশলী সাইফুল ইসলাম বলেন, আরইআরএসপি প্রকল্পের ৪৮০ জন ও এনওবিআইডিইপি প্রকল্পের ২৫ জন কর্মী রক্ষণাবেক্ষণ করবে। নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকোশলী সুজন কুমার কর বলেন, একমাস ধরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সংস্কার কার্যক্রম চলবে।
তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানান, মুজিব বর্ষ উপলক্ষ্যে পঞ্চগড়ের জেলার তেঁতুলিয়া উপজেলার গ্রামীণ সড়কগুলোর রক্ষাণাবেক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উপজেলা প্রকৌশলী আবু সাঈদ এর সভাপতিত্বে কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মাসুদুল হক, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ প্রমুখ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এলজিইডি

২০ মার্চ, ২০২২
১০ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ