পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই শ্লোগানের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-এর কর্মসূচির গতকাল উদ্বোধন করা হয়। উদ্বোধরে পর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এলজিইডি কর্তৃক গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণর কাজ শুরু হয়। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় এলজিইডি’র রক্ষণাবেক্ষণ মাসের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
ভোলা জেলা সংবাদদাতা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় একযোগে ভোলা জেলার সকল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক। এসময় ভোলা সদর উপজেলা প্রকৌশলী সুব্রত দাস, বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন, দৌলতখান উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান, লালমোহন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, চরফ্যাশন উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন, সহাকারী প্রকৌশলী সুমন মুন্সী প্রমুখসহ সকলে স্ব স্ব উপজেলা উক্ত কর্মসূচি পালন করেন।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কে মোবাইল রক্ষণাবেক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী নূর-উস শামছ, নলছিটি উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মীর আক্তারুজ্জামান ও উপসহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুরের রাজৈর উপজেলা ও শিবচর উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাসব্যাপি মোবাইল মেইনটেনেন্স কাজের উদ্বোধন করেন রাজৈর উপজেলার নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ‚মি) রেজওয়ানা কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ প্রমুখ।
মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের মধুখালীতে মধুখালী-বালিয়াকান্দী সড়কের মহিষাপুর গোরস্থানের পাশে রক্ষণাবেক্ষণ কাজ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের মধুখালী শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের সীতাকুন্ডে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে গতকাল ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত বাংলাদেশ সি. সড়কের উদ্ভোধন ঘোষণা করেন স্থানীয় চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, উল্লাপাড়ায় শুরু হয়েছে গ্রামীণ সড়ক সংস্কার কার্যক্রম। গতকাল এই সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মো. মাঈন উদ্দিন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন (এলজিইডি) গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাসুদ, হেলাল উদ্দীন প্রমুখ।
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গতকাল ফুলপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস (অক্টোবর) উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. মামুন অর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী আলী আকবর, কমিউনিটি অর্গানাইজার আনোয়ার হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।