প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘদিন ধরে মেরুদন্ডের হাড় ও ফুসফুসের সমস্যার কারণে অভিনয় থেকে দূরে আছেন চলচ্চিত্র অভিনেত্রী রেহানা জলি। তবে এখন কিছুটা সুস্থ তিনি। সুস্থ হয়েই অভিনয়ে ফিরেছেন চার শতাধিক সিনেমার এই অভিনেত্রী। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া আশীর্বাদ সিনেমা মাধ্যমে আড়াই বছর পর অভিনয় শুরু করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। রেহানা জলি বরাবরই সিনেমায় মায়ের চিরিত্রে অভিনয় করেন। এ সিনেমায়ও তিনি মায়ের চরিত্রেই অভিনয় করছেন। অভিনয়ে ফেরা প্রসঙ্গে রেহানা জলি বলেন, ঘরে বসে থেকে আরও অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমি আমৃত্যু অভিনয় করে যেতে চাই। তবে অসুস্থ থাকার কারণে এতদিন অভিনয়ের বাইরে থাকতে হয়েছে। এখন অনেকটাই সুস্থ। তাই অভিনয় নিয়মিত করতে চাই। উল্লেখ্য, কামাল আহমেদ পরিচালিত মা ও ছেলে সিনেমায় বুলবুল আহমেদের বিপরীতে অভিনয়ের মাধ্যমে সিনেমায় পথচলা শুরু করেন রেহানা জলি। এরপর গোলমাল, মহারানী, চেতনা, বিরাজ বৌ, প্রেম প্রতিজ্ঞাসহ ৪০টি সিনেমায় নায়িকা হয়ে অভিনয় করেন। পরবর্তীতে মা চরিত্রে অভিনয় করা শুরু করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।