Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ব্যাংক কর্মকর্তা অগ্নিদগ্ধ

উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ৪:৪০ পিএম

গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ হয়ে ঝলসে গেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা সিটি ব‍্যাংকের মো. শফিকুল ইসলাম(৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা। সিটি ব্যাংক আলফাডাঙ্গা শাখার সিনিয়র কাস্টমার ম‍্যানেজার হিসেবে তিনি কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌরসদরের তার বাঁকাইলস্থ মাহাবুব মিয়ার ভাড়া বাসায় রান্না করার সময় গ্যাস সিডিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। ভাড়া বাসায় তিনি একাই বসবাস করেন।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জরুরী ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নেওয়া হয়েছে। তবে তার শরীরের ৩৫ শতাংশ আগুণে পুড়ে শরীরের চামড়া ঝলসে গেছে বলে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিদগ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ