মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লেবাননের বৈরুতের গুদামে বিপুল পরিমাণ অস্ত্র জমা করেছে হিজবুল্লাহ। যে কোনো সময় সেখানে বড় ধরনের বিস্ফোরণ হতে পারে বলে অভিযোগ ইসরাইলের। ইসরাইলের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। হাসান নাসরাল্লাহ জানিয়েছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী লেবাননের লোককে উসকানি দিচ্ছেন। যে জায়গার কথা তিনি বলেছেন, সেখানে কোনো অস্ত্রশস্ত্র নেই। তারা ঘনবসতিপ‚র্ণ জায়গায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেন না। তারা জানেন কোথায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে হয়। হিজবুল্লাহর তরফে এরপর সাংবাদিকদের ওই গুদামে নিয়ে যাওয়া হয়। দেখানো হয়, সেখানে কোনো অস্ত্র নেই। সেটা একটা কারখানা। লোহা কাটা হয়। কয়েকটি গ্যাস সিলিন্ডারও সেখানে রাখা আছে। হিজবুল্লাহর দাবি, এটা একটা বেসরকারি কারখানা মাত্র। জাতিসংঘে ইরানের প্রতিনিধিও ইসরাইলের প্রধানমন্ত্রীর অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য, জার্মানি, আমেরিকা সহ বেশ কিছু দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসবাদী সংগঠন বলে মনে করে। জাতিসংঘের সাধারণ পরিষদে রেকর্ড করা বক্তৃতায় এমনটাই অভিযোগ করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তার দাবি, বৈরুতে জনবহুল জায়গায় একটি গ্যাস স্টেশনের কাছে গুদামে গোপনে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র জমা করে রেখেছে হিজবুল্লাহ। কিছুদিন আগে বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। আবারো সেখানে ভয়াবহ বিস্ফোরণের সম্ভাবনা প্রবল বলে তার মত। বক্তৃতার সময় বৈরুতের ম্যাপের উপর লেসার পয়েন্টার দিয়ে নেতানিয়াহু দেখান কোথায় অস্ত্রশস্ত্র জমা করা আছে। তার দাবি, গুদামটি গ্যাস স্টেশন থেকে কয়েক মিটার দ‚রে। তার ৫০ মিটার দ‚রে গ্যাস কোম্পানির অফিস। এই এলাকার লোকের কাছে আবেদন জানিয়ে তিনি বলেছেন, ভয়াবহ বিস্ফোরণ হতে পারে এটা যেন তারা মাথায় রাখেন। ইসরাইলের সেনার পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা এর আগে বিষয়টি জাতিসংঘকে জানিয়েছিল। ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।