নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই বাংলাদেশের আরেকটি সফরের সূচি চ‚ড়ান্ত হলো। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। চ‚ড়ান্ত হওয়া সূচিতে দুই দল শুরুতে খেলবে ওয়ানডে সিরিজ, এরপর টি-টোয়েন্টি। সফরে দুঃস্বপ্নের ক্রাইস্টচার্চেও খেলবে বাংলাদেশ! গতকাল আসছে গ্রীষ্মের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। করোনাভাইরাস বিরতির ইতি টেনে আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে কিউইরা। টানা সূচিতে বাংলাদেশের আগে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে তারা।
এই সফরে মুশফিকুর রহিম-তামিম ইকবালরা একটি ম্যাচ খেলবেন ক্রাইস্টচার্চে। ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে সে শহরেরই এক মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে ভয়াবহ এক বন্দুক হামলার সাক্ষী হয়েছিলেন তারা। এক উন্মাদ বন্দুকধারী মসজিদে হামলা চালিয়ে হত্যা করেছিল জনা পঞ্চাশেক নিরীহ মানুষকে। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা মসজিদে প্রবেশের আগেই হয়েছিল সে হামলা। ভাগ্যক্রমেই সেদিন বেঁচে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট তারকারা।
নিউজিল্যান্ডে এবারের সফরে বাংলাদেশ দল তিন ম্যাচের একটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তামিম মুশফিকরা ক্রাইস্টচার্চে খেলবেন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। ১৭ মার্চ দ্বিতীয় ওয়ানডে হবে সেখানে। ১৩ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ দল ক্রাইস্টচার্চ যাবে ১৫ মার্চ। সিরিজের তৃতীয় ওয়ানডেটি হবে ২০ মার্চ, ওয়েলিংটনে। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ মার্চ। ম্যাচটি হবে নেপিয়ারে। ২৬ মার্চ অকল্যান্ডে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। হ্যামিল্টনে সিরিজের শেষ ম্যাচ ২৮ মার্চ।
প্রথম ম্যাচ ডানেডিনে হলেও বাংলাদেশের সফর শুরু হবে ক্রাইস্টচার্চ দিয়ে। সিরিজ শুরুর আগে শহরটিতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। সেখানে লিংকন ইউনিভার্সিটিতে এনজেডসির হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করবেন বাংলাদেশের খেলোয়াড়েরা। সফরটি আয়োজনে নিউজিল্যান্ড সরকার এখনো এনজেডসিকে চ‚ড়ান্ত অনুমোদন দেয়নি। তবে এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট নিশ্চিত, সফরটি যথা সময়েই হবে।
শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ার পেছনে ছিল ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার বিষয়টি। শ্রীলঙ্কা ক্রিকেটকে বাংলাদেশের পক্ষ থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে না থাকার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেটি মেনে নেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট। আর সেখানে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার সময়ে অনুশীলনের কোনো সুযোগ-সুবিধাও পাওয়া যেত না।
তবে অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আগামী ২৭ নভেম্বর শুরু হবে কিউইদের আন্তর্জাতিক মৌসুম। ওই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে দুই দল। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ফেব্রæয়ারি-মার্চে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের প্রতিপক্ষ তাসমান সাগরের ওপারের দেশ অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশের বিপক্ষে সিরিজ। আন্তর্জাতিক সূচির পাশাপাশি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশের সূচিও চ‚ড়ান্ত করেছে এনজেডসি। ২৪ ডিসেম্বর মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।
সফর সূচি
ম্যাচ তারিখ ভেন্যু
১ম ওয়ানডে ১৩ মার্চ ডানেডিন
২য় ওয়ানডে ১৭ মার্চ ক্রাইস্টচার্চ
৩য় ওয়ানডে ২০ মার্চ ওয়েলিংটন
১ম টি-টোয়েন্টি ২৩ মার্চ নেপিয়ার
২য় টি-টোয়েন্টি ২৬ মার্চ অকল্যান্ড
৩য় টি-টোয়েন্টি ২৮ মার্চ হ্যামিল্টন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।