Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

টিবি রোগে আক্রান্ত চিত্রনায়ক ফারুক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরে আছেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছে। টেস্টের মাধ্যমে তার টিবি রোগ ধরা পড়েছে। ফারুক জানান, বেশকিছু টেস্ট করা হয়েছে। যে সমস্যাটা ছিল রোগ ধরা পড়ছিল না। সেটা এবার জানা গেছে। আমার রক্তে টিবি রোগ ধরা পড়েছে। এখানে ডাক্তার লাই চুংসহ চারজন বিশেষজ্ঞের অধীনে আমার চিকিৎসা চলছে। বেশ ভাল চিকিৎসা হচ্ছে। আশা করছি, আল্লাহর অশেষ দয়ায় অল্প সময়েই সুস্থ্য হয়ে উঠব। তবে আগামী চার সপ্তাহ অবজারভেশনে থাকতে হবে। উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ সেপ্টেম্বর ফারুককে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে তাকে ১৪ দিনের কোয়ারিন্টেনে থাকতে হয়। কোয়ারিন্টেন শেষে তার চিকিৎসা শুরু হয়েছে। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ