Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন সাইফ আলি খানও

মেয়ে সারার জন্য পরামর্শ নিচ্ছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ৫:২৬ পিএম

শনিবার (২৬ সেপ্টেম্বর) জেরা করা হচ্ছে দীপিকা ও সারাকে। এরই মধ্যে মাদক ব্যবহার করার কথা স্বীকার করেছেন দীপিকা।

রিয়ার জবানবন্দির ভিত্তিতে সাইফ আলি খানের মেয়ে সারাকে সমন পাঠায় এনসিবি। তলব পেয়ে গোয়ায় ছুটি বাতিল করে মুম্বাই ফিরে আসেন সারা। নির্ধারিত সময় মেনে আজ বেলা ১১টায় পৌঁছানোর কথা থাকলেও দুপুর ১টায় মুম্বাইয়ে এনসিবির ব্যালাড এস্টেটের অফিসে পৌঁছান সইফ আলি খান কন্যা। গোলাপি সালোয়ার ও সাদা প্লাজুতে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে শামিল হন সারা।

এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জেরায় আসার আগে আইনি পরামর্শ নিয়েছেন অভিনেত্রী। এছাড়া সারাকে নিয়ে আলাদা করে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন সাইফ আলি খানও। মেয়ের এই বিপদের দিনে পিতা হয়ে নিজের দায়িত্ব পালনের ত্রুটি রাখছেন না সাইফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ