Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্যাক্রেড গেমস টু’র বিলম্ব আমার জন্য নয় : সাইফ আলি খান

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

স¤প্রতি প্রকাশিত হয়েছে প্রতীক্ষিত সিরিজ ‘স্যাক্রেড গেমস টু’র প্রচার বিলম্বিত হচ্ছে প্রধান দুই শিল্পীর কারণে।একটি ট্যাবলয়েডে লেখা হয়েছে : “সিরিজের প্রধান দুই অভিনেতা (সাইফ আলি খান, নেওয়াজউদ্দিন সিদ্দিকি) তাদের নিজেদের চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকার কারণে সিরিজটির প্রচার বিলম্বিত হচ্ছে। সাইফ তার নিজের প্রডাকশনের ‘জওয়ানি জানেমান’ নিয়ে লন্ডনে আছেন, আর নেওয়াজউদ্দিন তা ভাইয়ের পরিচালনায় অভিষেক চলচ্চিত্র ‘বোলে চুড়িয়া’কে বড় ডেট বরাদ্দ করেছেন।” তবে, সাইফ এমন কথা দ্ব্যার্থহীনভাবে অস্বীকার করেছেন, “আমরা অন্য কিছু করছি এমন কারণে ;স্যাক্রেড গেমস’ প্রচার বিলম্বিত হচ্ছে এমন কথা একেবারে বাজে। আমরা অবশ্যই ব্যস্ত তবে আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে নয়।” নাম প্রকাশে অনিচ্ছুক সিরিজটির আরেক অভিনেতা বলেন, “নেটফ্লিক্স হয়তো ‘স্যাক্রেড গেমস টু’ প্রচারের তারিখ পিছিয়েছে, তবে তা অভিনেতাদের জন্য নয়। আমরা সবাই কাজ শেষ করেছি। সাইফ আর নেওয়াজের অংশ আলাদাভাবে যথাক্রমে নীরাজ ঘাইভান এবং অনুরাগ কাশ্যপ পরিচালনা করেছেন। যদি প্রচারে বিলম্ব হয় তবে তা অন্য কারণে অভিনেতাদের জন্য নয়।” এক সূত্র জানিয়েছে সিরিজটি আগস্টের শেষ থেকে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ