Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমসি কলেজ ছাত্রাবাসে বালিকা গৃহবধূ ধর্ষণ: শাস্তির দাবীতে উত্তাল সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ৫:২০ পিএম

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে বালিকা গৃহবধূকে ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মাঠে নেমেছে বিভিন্ন সংগঠন। আজ মঙ্গলবার সিলেটের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে একঝাঁক নারীদের সমন্বয়ে ও নারী উদ্যোক্তারা মানববন্ধন করেছে। পরে একই স্থানে মানববন্ধন করেছে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা। বেলা ২টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই মানববন্ধন পালন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর এবং যুব কমান্ড, হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সহ আরো বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
এদিকে একঝাঁক নারীদের সমন্বয়ে ও নারী উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী জিন্নাত লিসার উদ্যোগে আয়োজিত মানবন্ধনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সিলেটের স্মৃতিবিজড়িত পবিত্র এই মাটিতে একজন নারীর এমন চরম অবমাননা ও লাঞ্চনা সভ্য সমাজ কোন ভাবেই মেনে নিতে পারে না। এই নক্কারজনক ঘটনা গোটা সিলেটের মানুষকে লজ্জিত, ব্যথিত ও মর্মাহত করেছে এবং এমসি কলেজের ঐতিহ্য ও মর্যাদাকে কলংকিত ও কলুষিত করেছে। তিনি বলেন, অপরাধ ও অপরাধীর পৃষ্ঠপোষকতা সভ্য সমাজ, সুধিমহল কখনো বর্দাশত করে না এবং অবশ্যই সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কেউ এরকম অপরাধ করতে সাহস না পায়। তিনি আরো বলেন, ফেসবুকে ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে নারী উদ্যোক্তা জিন্নাত লিসাকে যারা বিভিন্নভাবে হুমকি প্রদান করছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবিষয়ে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি আপনাদের পাশে থাকবো। তিনি পাশবিক এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

নারী উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী জিন্নাত লিসার সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা ফারজাহান মীমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রেদওয়ান আহমদ, এডভোকেট একরামুল হাসান শিরু, এডভোকেট নজরুল ইসলাম, সিলেট উন্নয়ন সংস্থার সহ সংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, নাহিদা তালুকদার, নিসাত তাবাস্সুম, লিজা ইসলাম, নানজানা সানি, মালিহা জান্নাত, সানজিদা জাহান, রামিসা জান্নাত, ডালিয়া জামান, সুমি বেগম, ফাতেমা আক্তার, তানিয়া আক্তার তান্নি, সুহানা রহমান সোনিয়া, ফাহমিদা সুলতানা সাদিয়া, চৌধুরী মায়া, কাশফিয়া শারমিন, আদিবা নওশিন, লিবিয়া আক্তার, সোনিয়া আক্তার রাইসা, সোনিয়া, লাবণ্য, সুজানা, আমিনা চৌধুরী, রিমা তালুকদার, হ্যাপী বেগম, সুহানা রহমান, রজব আলী চিশতি, মো. বাহা উদ্দিন, মনির আহমদ, শাহীন আহমদ, সেলিম আহমদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ