বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এসিল্যান্ডের আসার খবর পেয়েই তল্পিতল্পা গুছিয়ে সেচ্ছায় স্থান ছেড়ে দিলেন স্বরূপকাঠি বাজারের অবৈধ দখলদাররা। নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভা এলাকার জগন্নাথকাঠি বন্দরে অবৈধভাবে ফুটপাত থেকে দখলদার উচ্ছেদ অভিযানকালে এ ঘটনা ঘটে। গতকাল সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
এসময় ফুটপাত দখল করে দোকান সাজানোর অভিযোগে ১৩ দোকানিকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, জগন্নাথকাঠি বন্দরের এক শ্রেণির দোকানি তাদের দোকানের সামনে আলাদা চকি পেতে পসরা সাজিয়ে ব্যবসা করে আসছিলেন। বিভিন্ন সময় আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালালেও কয়েকদিন যেতে না যেতে আবার দখল করে তারা। কোন কোন দোকানি সড়কের মধ্যে তেলের ব্যারেল রেখে গোটা সড়কই চলাচলের অযোগ্য করে রাখেন। অভিযানকে স্বাগত জানিয়ে বিশিষ্টজনরা বলেন, এ অভিযান অব্যাহত থাকলে বন্দরে সুন্দর পরিবেশের সৃষ্টি হবে। ক্রেতা সাধারণের চলাচলে সুবিধা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।