Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিরামপুরে খড় ভর্তি পাওয়ার টিলার উল্টে একজনের মৃত্যু

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৯ পিএম

সোমবার, বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়ানের ধনসা ডাংগা গ্রামের আফজালের পুত্র আজমল হোসেন (৩৫)ধানের খড় পাওয়ার টিলার করে বিক্রীর জন্য রংপুরের পীর গন্জ নিয়ে যাচ্ছিলেন।নবাব গন্জের কাঁচদহ (বড় মাগুরা) গ্রামে যাওয়ার পথে পাকা রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ঘাতক ট্রাক পাওয়ার টিলারটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় পাওয়ার টিলারটি উল্টে গিয়ে একটি গর্তে পড়ে য়ায়। পাওয়ার টিলার চালক ভাগ্যক্রামে বাঁচলেও খড়ের টলির উপর বসে থাকা আজমল হোসেন পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে মারা যায় বলে প্রত্যক্ষদশী কাঁচদহ গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহা আলমগীর হোসেন জানান।
এব্যাপারে নবাব গন্জ থানায় ওসি অশোক কুমার চৌহান জানায়,ঘটনা স্থল থেকে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তার করার হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ