Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডন উড়ে গেলেন নুসরাত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:২২ এএম
লকডাউন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শুটিং ফ্লোরে ফিরেছিলেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। সম্প্রতি পরিচালক অংশুমান প্রত্যুষের 'এসওএস কলকাতা'র শুটিং শেষ করেছেন তিনি। এবার তার পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য লন্ডন উড়ে গেলেন এই অভিনেত্রী-সাংসদ।
 
সায়ন্তন ঘোষালের পরিচালনায় নির্মিত হচ্ছে 'স্বস্তিক সংকেত' সিনেমা। এতে মূখ্য ভূমিকায় অভিনয় করবেন নুসরাত জাহান। আর তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। আছেন রুদ্রনীল ঘোষ ও শ্বাসত চট্টোপাধ্যায়ও।
 
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে নুসরাত ও গৌরবকে সঙ্গে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন রুদ্রনীল। ছবিতে কলকাতা এয়ারপোর্টে তাদের তিনজনকে দেখা গেছে। মজার ছলে ছবির ক্যাপশনে রুদ্রনীল লেখেন, 'কুইন এলিজাবেথ ডাকলেন তাই না করতে পারলাম না। লকডাউনের পর প্রথম আউটডোর।'
 
দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাস 'নরক সংকেত' উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে 'স্বস্তিক সংকেত' সিনেমাটি। জানা গেছে, লন্ডনে সিনেমার প্রথম লটের শুটিং হবে। আর শেষ অংশের দৃশ্যায়ণ হবে কলকাতা শহরে।
 
এর আগে গণমাধ্যমে নুসরাত জাহান বলেন, 'একেরবারেই ভিন্ন ধারার একটি চিত্রনাট্য এটি। আমাকে এমন চরিত্রে আগে কেউ দেখেনি। আশা করছি, স্বাস্থ্যবিধি ও সকল নির্দেশনা মেনে আমরা যেন কাজ করে ফিরতে পারি।'


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুসরাত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ