বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জে সদরঘাট তৈল ব্যবসায়ী সমিতির সভাপতি জি এম ছারোয়ারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সদরঘাট তৈল ব্যবসায়ী সমিতি। আজ রোববার সকাল ১১টায় কেরানীগঞ্জের তৈলঘাট এলাকায় সমিতির অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সদরঘাট তৈল ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম ছারোয়ার লিখিত বক্তব্য পাঠ করে জানান, বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায়কারী চক্রের এক নারী তাকে সামাজিকভাবে হয়রানী ও তার কাছ থেকেও মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার জন্য তার বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি ওই নারীকে কখনো দেখেননি। ওই নারী বিভিন্ন নাম ধারন করে সমাজের ভালো মানুষের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দিচ্ছেন। তিনি সদরঘাট তৈল ব্যবসায়ী সমিতির সভাপতির পাশাপাশি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাংগঠনিক পদেও দায়িত্ব পালন করে আসছেন। তিনি নিজেকে এই মিথ্যা মামলায় নির্দোষ দাবি করে মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে ষড়যন্ত্রকারী ওই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি আওলাদ হোসেন, সাধারন সম্পাদক শেখ মো. মনির হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মো. ফজলুল হকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য বর্তমান মাসের ৭ তারিখে এক নারী আদালতে জি এম ছারোয়ারসহ চারজনের বিরুদ্ধে এই মামলাটি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।