Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এআরএম চুক্তি ব্রিটেনকে টেনে নিতে পারে বাণিজ্য যুদ্ধে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

সরকারকে সতর্ক করেছেন ব্রিটিশ এমপিরা। তারা বলেছেন, ব্রিটেনের চিপ ডিজাইনার প্রতিষ্ঠান এআরএম লিমিটেডকে কিনে নেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের কোম্পানি এনভিডিয়া করপোরেশন। এ বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে ব্রিটেনকে যদি টেনে নেয়া হয় যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধে তাতে বিদেশের বাজারে ব্রিটেনের সুবিধা দুর্বল হবে। এ বিষয়ে এনভিডিয়া এবং ব্রিটিশ সরকারের মধ্যে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ব্লু মবার্গ। এই আলোচনার বিষয়ে জানেন এমন একজন সূত্র বলেছেন, ব্রিটিশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অলিভার ডোডেন এই চুক্তিটি কমপিটিশন এন্ড মার্কেটস অথরিটির (সিএমএ) কাছে পাঠানো হবে কিনা তা বিবেচনা করছেন। এমনিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যিক সংঘাত চলছে। তাতে এমন চুক্তি হলে ব্রিটেন তার মধ্যে জড়িয়ে যাওয়ার ঝুঁকি আছে বলে মনে করছেন পার্লামেন্ট সদস্যরা। ব্লু মবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ