Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে নিজ ফার্মের গরুর আক্রমনে দুই সন্তানের জননীর মৃত্যু,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৩ পিএম

টাঙ্গাইলের সখিপুরে নিজ ফার্মের গাভি গরুর আক্রমনে সালমা বেগম (৩০) নামের দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সখিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এসময় সালমার স্বামী ও ছেলে যোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিল। নিহত সালমা বেগম ওই ওয়ার্ডের রিপন সিকদারের স্ত্রী এবং ঘাটাইল উপজেলার আকন্দের বাইদের শাহাবুদ্দিনের মেয়ে। হত্যা নাকি দূর্ঘটনা এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে সালমা বেগম নিজ বাসায় গরুর ফার্মে কাজ করতে গেলে একটি গরু তার উপর চড়াও হয়। এ সময় গরুর শিংয়ের আঘাতে ও গলায় রশি পেঁচিয়ে গুরুতর আহত হলে পরে তাকে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার এসআই আব্দুল আজিজ বলেন, লাশের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গরুর আক্রমনেই সালমার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের শনিবার সকালে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু

২ মার্চ, ২০২২
২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ