Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৫:১১ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের কামালপুর গ্রামে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে কামালপুর গ্রামের আহম্মদ হোসেন ওরফে মধুর বাপের পুত্র তোফায়েল আহম্মেদ অমিদের মালিকাধীন মুরগীর খামারে অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে স্পৃষ্ট হয়ে একই গ্রামের সদ্য বিবাহিত মৃত নূর হোসেনের পুত্র শাহ আলম (২০) প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে জানাযায়, মুরগীর খামারের মালিক শিয়ালের উপদ্রুপ থেকে খামারের মুরগী বাচাঁনোর জন্য গোপনে খামারের চারিদিকে অবৈধ উপায়ে জি.আই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। ভোর রাতে শাহ আলম উক্ত খামারের অবৈধ তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। মুশুলী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইঁয়া বিল্পব ও কথিত সমাজসেবী মোসলেম উদ্দিন বিষয়টি থানায় অবহিত না করে স্থানীয়ভাবে দেন দরবার করে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত বিষয়টি ফয়সালা করার চেষ্ঠা করছেন। অপরদিকে নান্দাইল প্রেসক্লাব থেকে এই মৃত্যুর বিষয়টি সেলফোনে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান আকন্দ ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নান্দাইল জোনের ডিজিএম উত্তম কুমার সাহাকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়েছে। এদিকে নান্দাইলের মিডিয়া কর্মীরা তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে মুশুলী ইউনিয়নের চেয়ারম্যান ও কথিত সমাজসেবী মোসলেম উদ্দিন সাংবাদিকদের বাধা সৃষ্টি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ