Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া বিএনপির প্রতিনিধি সভায় ভাঙচুর

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

বগুড়া জেলা বিএনপির আহŸায়ক কমিটির সভায় অভ্যন্তরীণ বিবাদের জেরে ধরে হট্টগোল, চেয়ার ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপি বগুড়া জেলা আহŸায়ক কমিটি শহর, পৌর ও উপজেলা সমূহের নেতৃবৃন্দকে নিয়ে এক প্রতিনিধি সভার আয়োজন করে।
ওই সভাতেই বর্তমান আহŸায়ক কমিটি বিরোধী একদল লোক বিভিন্ন সাংগঠনিক অনিয়মের কথা বলতে বলতে সভাস্থলে প্রবেশ করে হট্টগোল ও চেয়ার ভাঙচুর করে। কিছুক্ষণ পরে আহŸায়ক কমিটির পক্ষে একদল লোক লাঠি ও লোহার রড নিয়ে ভাঙচুরকারীদের ধাওয়া করে তাদের কার্যালয় থেকে বের করে দেয়। পরে দলের কার্যালয়ের বাইরের রাস্তায় কয়েকদফা ধাওয়া-পাল্ট- ধাওয়া হলে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
সভায় উপস্থিত সিনিয়র নেতারা জানান, পূর্ব ঘোষণা মোতাবেক গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিএনপি অফিস কমপ্লেক্সের ভেতরের যুবদল কার্যালয়ে দলের জেলা আহŸায়ক ও সংসদ সদস্য জিএম সিরাজের সভাপতিত্বে শুরু হয়। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান লালু, সংসদ সদস্য মোশারফ হোসেন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, মহিলা দলের জেলা সভানেত্রী লাভলী রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, আহসানুল তৈয়্যব জাকির, তৌহিদুল আলম মামুন প্রমুখ।
তবে সভার শুরুতে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিকৃতির অভিযোগ এনে কারাবন্দী বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীনের একদল সমর্থক আহŸায়ক জিএম সিরাজের কাছে নালিশ জানায় ও প্রতিকার দাবি করে। জিএম সিরাজ বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলে প্রতিবাদকারীরা শান্ত হয়। এরপর বেলা ১১ টায় সভার কাজ শুরু হলে আরেকদল লোক সভাস্থলে ঢুকে এবং দল পরিচালনায় বর্তমান আহŸায়কের বিরুদ্ধে বিভিন্ন সাংগঠনিক অনিয়মের অভিযোগ তুলে হট্টগোল এবং চেয়ার ভাঙচুর করতে থাকে। এর কিছু পরেই আহŸায়ক সমর্থক অপর একদল লোক লাঠি লোহার রড নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেয়ার ভাঙচুরকারীদের ধাওয়া দিয়ে দলের কার্যালয়ের বাইরে ঠেলে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
বগুড়ার ৯টি পৌরসভা ও কয়েকটি ইউপি নির্বাচণে দলের প্রার্থী নির্বাচন নিয়ে আলোচনা হবার সম্ভাব্য ধারণা থেকেই উত্তেজনা তৈরী হলেও শেষ পর্যন্ত সভায় সে সংক্রান্ত আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলে সাংবাদিকদের জানো হয়। দুপুরে নামাজের বিরতীর পর পুনরায় সভা শুরু হয়ে বিকাল ৫টায় তা শেষ হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙচুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ