মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের আসাম রাজ্যে এক রাতে পর পর ২ বার ভ‚মিকম্প হয়েছে। গুয়াহাটি ও বরপেটায় ভ‚মিকম্পের সময় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়লেও, প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সোমবার রাত ১ টা ২৮ নাগাদ ভ‚মিকম্প অনুভ‚ত হয় গুয়াহাটিতে। ঠিক ওই সময়ই কেঁপে ওঠে গুয়াহাটি থেকে ৯৫ কিমি দ‚রে বরপেটার মাটি। একই সময়ে কম্পন অনুভ‚ত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা। রিখটার স্কেলে গুয়াহাটি ভ‚মিকম্পের মাত্রা ছিল ৪.৪। অন্যদিকে বরপেটার কম্পনের মাত্রা ৪.২ ছিল বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। আসামের পাশাপাশি কেঁপে ওঠে মহারাষ্ট্রের পালঘর। সোমবার রাত ২টা ৫০ মিনিটে কম্পন অনুভ‚ত হয় সেখানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। অপরদিকে, ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় আবার ভ‚মিকম্প হয়েছে। ভ‚মিকম্পের উৎসস্থল ছিল ভ‚পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় সোমবার রাত ২টা ৫০ মিনিটে কম্পন অনুভ‚ত হয়। টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।