Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের সেবা নিয়ে অলিকের মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

 

 করোনা কালিন সময়ে বাংলাদেশ পুলিশের সেবামূলক কর্মকাÐ নিয়ে একটি হৃদয় ছোঁয়া গান নির্মিত হয়েছে। ‘তোমরাই বন্ধু, প্রকৃত বন্ধু বাংলাদেশ পুলিশ’ শিরোনামে গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন হৃদয় খান। কন্ঠ দিয়েছেন ইমরান, কনা, হৃদয় খান, এলিটা। গানটির ভিডিও পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলিক। আজ বিকাল ৫ টায় বাংলাদেশ পুলিশের ইউটিউব চ্যানেল ও ফেইজবুক ভেরিফাইড পেইজে গানটি আপলোড করা হবে। বিটিভি সহ সকল সেটেলাইড চ্যানেলে প্রচারিত হবে। গানটি বাংলা এবং ইংরেজি দুই ভার্ষণে করা হয়েছে। ভিডিওতে সংগীত শিল্পীদের পাশাপাশি ১২০০ পুলিশ সদস্য অংশগ্রহণ করেছেন। নির্মাতা অলিক বলেন, করোনাকালে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা মানব সেবায় যে অতুলনীয় ভূমিকা পালন করেছে, তার কিছু চিত্র গানটির ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চেষ্ট করেছি। আসলে, পুলিশের সেবার এই ভূমিকা একটি গানের মাধ্যমে পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। তারপরও সাধ্যমতো চেষ্টা করেছি তাদের সেবার বিষয়টি গানটিতে তুলে ধরতে। করোনাকালে পুলিশ সদস্যরা যেভাবে নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছে, তা অতুলনীয়। আশা করছি, শ্রোতা-দর্শক গানটি থেকে পুলিশের মানবিক গুণাবলী এবং সেবার বিষয়ে ধারণা লাভ করতে পারবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ